Boult IPO: ভারতের অডিয়ো ডিভাইস ও সিস্টেম নির্মাতা ব্র্যান্ড হিসেবে খুবই জনপ্রিয় সংস্থা বোল্ট যার প্রতিষ্ঠাতা বরুণ গুপ্তা। এবার এই সংস্থা নিজেদের একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে গড়ে তুলতে চায়। আর এই লক্ষ্যে সংস্থার উদ্দেশ্য হল বার্ষিক ১০০০ কোটি টাকা আয় করা। এমনকী এর পাশাপাশি বোল্ট সংস্থা আগামী বছর ২০২৫ সালেই আইপিও (Upcoming IPO) আনতে চলেছে। একটি সাক্ষাৎকারে বোল্ট সংস্থার প্রতিষ্ঠাতা এই আইপিও (Boult IPO) আনা এবং সংস্থার আগামী দিনের লক্ষ্যের ব্যাপারে জানিয়েছেন। নতুন ক্যাটাগরিতে পণ্য নিয়ে আসার কথাও বলেছেন তিনি।


কী লক্ষ্য রয়েছে বোল্ট সংস্থার


এই বছর বাজারে আইপিও আনবে না বোল্ট, জানিয়েছেন প্রতিষ্ঠাতা বরুণ গুপ্তা। তবে এই বছরের মধ্যেই বোল্ট সংস্থাকে আন্তর্জাতিক মর্যাদায় উন্নীত করার চেষ্টা করবেন তিনি। অফলাইনে আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্য নিয়ে আসতে চায় বোল্ট (Boult IPO)। বরুণ গুপ্তা জানিয়েছেন, বোল্ট সংস্থাকে আন্তর্জাতিক মর্যাদা দিয়ে বছরে ১০০০ কোটি টাকায় আয় হওয়ার পরেই বাজারে আইপিও আনবেন তাঁরা। এখন এই বোল্ট সংস্থার বাজারমূল্য ৫০০ কোটি টাকা। তাঁর আশা যে ২০২৩-২৪ অর্থবর্ষে ৬৫০-৭০০ কোটি রেভিনিউ অর্জন করবে বোল্ট। তবে লক্ষ্যপূরণের পরেই কেবলমাত্র আইপিও আনবে বোল্ট।


অন্যান্য সংস্থার সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় বোল্ট


বট এবং নয়েজের মত সংস্থার সঙ্গে এখন ভারতের বাজারে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নেমেছে বোল্ট সংস্থা (Boult IPO)। অফলাইন স্টোরগুলিতে আগের বছরেই জায়গা করে নিয়েছে বট, নয়েজের মত সংস্থাগুলি। বরুণ গুপ্তা জানিয়েছেন যে এই সংস্থা দেশের ২০ হাজার দোকানে পৌঁছাতে চায়। সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হবে বোল্ট। ৪০০০ পয়েন্ট সেলের লক্ষ্যমাত্রা ইতিমধ্যেই অর্জন করে ফেলেছে এই সংস্থা।


দেশেই তৈরি হচ্ছে ৯০ শতাংশ পণ্য


গত বছরই আমেরিকা ও ব্রিটেনের বাজারে পৌঁছে গিয়েছে বোল্ট। ২০২৪ সালের শুরু থেকেই নেপালের বাজারেও ঢুকে পড়েছে বোল্ট সংস্থার পণ্য। বরুণ গুপ্তার কোথায়, প্রথম দিন থেকে 'মেক ইন ইন্ডিয়া, ফর ওয়ার্ল্ড' এই উদ্দেশ্যে কাজ করে গিয়েছে বোল্ট (Boult IPO)। ইউরোপ, অস্ট্রেলিয়া ও আফ্রিকার বাজারেও এই বছর পৌঁছাতে চায় বোল্ট। এখনও পর্যন্ত দেশেই এই সংস্থার ৯০ শতাংশ পণ্য তৈরি হচ্ছে। সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করা হয়েছে সইফ আলি খান ও ক্রিকেটার সূর্যকুমার যাদবকে।


আরও পড়ুন: Share Market Holiday: মে মাসে ১০ দিন বন্ধ থাকবে বাজার, জানেন কবে কবে ছুটি শেয়ার বাজারে ?