IPO Calendar: এই মাসেও যেমন পরপর ৬টি নতুন আইপিও বাজারে আসছে, কয়েকটি এসে গিয়েছে আর ৫টি শেয়ারের লিস্টিং হবে এই মাসেই। তেমনি মার্চের শুরুটাও আইপিও ক্যালেন্ডার হিসেবে খুব একটা কম গুরুত্বপূর্ণ নয়। মার্চের শুরুতেই অর্থাৎ এর পরের সপ্তাহেই বাজারে আসতে চলেছে দুটি নতুন সংস্থার আইপিও। ইতিমধ্যেই সেই আইপিওর প্রাইসব্যান্ড কত থাকতে পারে তা জানা গিয়েছে। সংস্থার ব্যবসা, সংস্থার মুনাফার খতিয়ান দেখে নিন। কবে থেকে এবং কতদিন পর্যন্ত এই সাবস্ক্রিপশন চলবে জেনে নিন।


J G Chemicals IPO


যে দুটি সংস্থার আইপিও আসতে চলেছে তাঁর মধ্যে রয়েছে – J G Chemicals এবং R K Swamy। মূলত জিঙ্ক অক্সাইড উৎপাদনের কাজ করে জে জি কেমিক্যালস সংস্থা অর্থাৎ কেমিক্যালস সেক্টরের সঙ্গে যুক্ত এই সংস্থা। আগামী ৫ মার্চ আসতে চলেছে এই সংস্থার আইপিও। জানা গিয়েছে প্রাইসব্যান্ড থাকছে ২১০ থেকে ২২১ টাকা প্রতি শেয়ারে। তবে ৪ মার্চ থেকেই অ্যাঙ্কর বিনিয়োগকারীরা এই আইপিওতে বিড করতে পারবেন। আগামী ৭ মার্চ পর্যন্ত চলবে বিডিং। ধারণা করা হচ্ছে ১১ মার্চ আইপিওর অ্যালটমেন্ট দেওয়া হবে এবং ১৩ মার্চ ভারতের বাজারে জে জি কেমিক্যালসের শেয়ার নথিভুক্ত হবে।


J G Chemicals IPO Price Band


জে জি কেমিক্যালস ফ্রেশ শেয়ার বণ্টনের মাধ্যমে বাজার থেকে ১৬৫ কোটি টাকা তুলতে চাইছে যেখানে সংস্থা জানিয়েছে অফার অফর সেলে প্রোমোতারদের জন্য ৩৯ লাখ ইকুইটি শেয়ার রাখা হয়েছে। আপার ব্র্যান্ড প্রাইসের কথা বলতে গেলে, জে জি কেমিক্যালসের মোট আইপিও সাইজ ২৫১.১৯ কোটি টাকার। শেয়ার লিস্টিংয়ের পর ধারণা করা হচ্ছে এই ভ্যালু বেড়ে দাঁড়াবে ৮৬০ কোটি টাকায়।


R K Swamy IPO


আগামী ৪ মার্চ শুরু হবে এই সংস্থার আইপিও, চলবে ৬ মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি চাইলে বিড করতে পারবেন এই শেয়ারে। আইপিওর মাধ্যমে বাজার থেকে ৪২৩ কোটি টাকা তুলতে চাইছে এই সংস্থা। R K Swamy-র শেয়ারের প্রাইসব্যান্ড থাকছে ২৭০-২৮৮ টাকা। সংস্থার তরিফে জানা গিয়েছে ১৭৩ কোটি টাকা নতুন ইস্যুর পরিমাণ আর অফার ফর সেলের মাধ্যমে ৮৭ লক্ষ শেয়ার বিক্রি করবে। এই কোম্পানির আইপিওর ফেসভ্যালু থাকছে শেয়ার পিছু ৫ টাকা। এই আইপিওতে বিনিয়োগ করতে চাইলে এক লট কিনতে হবে যেখানে প্রতি লটে থাকবে ৫০টি শেয়ার। জানা গিয়েছে, সংস্থার কর্মীরা এই আইপিওতে বিনিয়োগ করতে চাইলে শেয়ার পিছু ২৭ টাকা ছাড় পাবেন।


মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যেবাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )


আরও পড়ুন: Mukka Proteins IPO: মাছ ও পোষ্যের খাবার তৈরি করে এই সংস্থা, আজই শুরু আইপিওর বিডিং- বিনিয়োগ করবেন ?