Swiggy IPO: অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলির মধ্যে শীর্ষস্থানীয় সুইগি এবার আইপিও আনতে চলেছে, সে সংবাদ আগেই জানা গিয়েছিল। সম্প্রতি বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির কাছে সুইগি আইপিও (Upcoming IPO) আনার কাগজপত্র জমা করতে চলেছে। ১০ হাজার কোটিরও বেশি থাকবে সুইগির আইপিও সাইজ। গতকালই এই সংস্থার শেয়ারহোল্ডাররা আইপিও আনার বিষয়ে অনুমোদন দিয়েছেন। সেবির কাছে কনফিডেনশিয়াল ফাইলিং করে ফেলেছে সুইগি (Swiggy IPO)।


সেবির কাছে সমস্ত কাগজ জমা করেছে সুইগি


সেবির কাছে সমস্ত নথি জমা করার পর এবার সেবির (Swiggy IPO) পক্ষ থেকে সমস্ত নথি পর্যবেক্ষণ করা হবে এবং তারপরেই সেবি সুইগির আইপিও আনার প্রস্তাবে অনুমোদন দেবে। কনফিডেনশিয়াল ফাইলিংয়ে সুইগির ব্যবসার সমস্ত তথ্য দেওয়া আছে যা প্রকাশ্যে আনা হয়নি। সাধারণভাবে সেবির কাছে সমস্ত সংস্থাই ড্রাফট রেড হেরিং প্রসপেক্টাস জমা করে আইপিও (Upcoming IPO) আনার জন্য। ২০২২ সালে প্রথম এই DHRP রুট চালু হয়েছিল। যে কোনও সাধারণ ফাইলিংয়ের ক্ষেত্রে ১২ মাস পর্যন্ত বৈধ থাকে সেবির অনুমোদন। আর কনফিডেনশিয়াল ফাইলিংয়ের ক্ষেত্রে এই পাবলিক ইস্যু আনার সময়সীমা ও সেবি অনুমোদনের বৈধতা থাকে ১৮ মাস।


ফ্রেশ ইস্যু এবং অফার ফর সেল মিলিয়েই হবে আইপিও লঞ্চ


জানা গিয়েছে যে, বাজারে নতুন শেয়ার ছাড়ার মাধ্যমে ৩৭৫০ কোটি টাকা তুলতে চাইছে সংস্থা। এছাড়াও এক্ষেত্রে একটি অফার ফর সেলের সুযোগ থাকছে। তাঁর মাধ্যমে ৬৬৬৪ কোটি টাকা তুলতে চাইছে সুইগি। ২০২২ সালের মার্চ মাস থেকেই সংস্থা আইপিও আনার কাজ করে চলেছে। এর আগে যে ফাইলিং করেছিল সুইগি তাঁর থেকে জানা যাচ্ছে যে, অ্যাঙ্কর বিনিয়োগকারীদের থেকে ৭৫০ কোটি টাকা তুলবে এই সংস্থা। তবে এখনই বাজারে আইপিও নিয়ে যে সমস্ত স্পেকুলেশন চলছে তা নিয়ে কিছু বলতে চায় না সুইগি কর্তৃপক্ষ। পরে সঠিক সময়ে সমস্ত কিছু আনুষ্ঠানিকভাবে জানাবে সংস্থা।


OYO এবং Tata Play একইভাবে আইপিও এনেছে বাজারে


সুইগি এখন দেশের দ্বিতীয় বৃহত্তম সংস্থা হিসেবে জায়গা পেল যে কিনা আইপিও আনার জন্য সেবির কাছে কনফিডেনশিয়াল ফাইলিং করেছে। গত বছর একইভাবে আইপিও এনেছিল স্টার্ট আপ সংস্থা OYO। তবে তারও আগে প্রথম কনফিডেনশিয়াল ফাইলিংয়ের মাধ্যমে আইপিও এনেছিল Tata Play সংস্থা।


আরও পড়ুন: IPO Launch: ডেবিউর দিনেই বিপুল সাড়া, ৫৩ শতাংশ প্রিমিয়ামে খুলল এই শেয়ার