UPI Lite E-Mandate: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি আজ ৭ জুন শুক্রবার ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে (Digital Payments) আরও স্থিতিশীল এবং নির্ঝঞ্ঝাট করে তুলতে ইউপিআই লাইট পেমেন্ট সিস্টেমের জন্য ই-ম্যান্ডেট চালু করেছে। ২০২২ সালে বাজারে (UPI Payments) চালু করা হয়েছিল ইউপিআই লাইট (UPI Lite) পরিষেবা। এর মাধ্যমে দ্রুত এবং নির্বিঘ্নে কম মূল্যের লেনদেন করতে পারতেন গ্রাহকরা। এবার সেই ইউপিআই লাইটেই নতুন নিয়ম চালু করল রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank) যা কিনা গ্রাহকদের বিরাট সুবিধে করে দেবে।


কী বদল হবে


২০২২ সালের সেপ্টেম্বর মাসে চালু করা হয়েছিল ইউপিআই লাইট মূলত কম মূল্যের লেনদেনের জন্য। এই ইউপিআই লাইট যাতে বড় অংশের মানুষ বেশি ব্যবহার করতে শুরু করেন, সেই কারণে রিজার্ভ ব্যাঙ্ক আজ মুদ্রানীতির বৈঠক শেষে জানায় যে, তাদের এই ইউপিআই লাইট ওয়ালেটগুলি এবার আপনা থেকেই অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবেই চালু হয়ে যাবে ব্যালান্স না থাকা সত্ত্বেও। ওয়ালেটে টাকা না থাকলেও এবার আর ভোগান্তি হবে না। ম্যান্ডেট চালু রাখলে একটা নির্দিষ্ট সীমা বেঁধে দিলে সেই সীমার নিচে ব্যালান্স নামলেই স্বয়ংক্রিয়ভাবেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে ওয়ালেটে জমা হয়ে যাবে ন্যূনতম ব্যালান্স বজায় রাখার জন্য।


রিজার্ভ ব্যাঙ্ক এই ইউপিআই লাইটের ওয়ালেটকে ই-ম্যান্ডেটের আওতায় আনার চেষ্টা করছে। এক্ষেত্রে ওয়ালেটে একটি থ্রে-শোল্ড ব্যালান্স লিমিট ধার্য করা হয়েছে, এর নিচে নেমে গেলে আপনা থেকেই ওয়ালেটে টাকা জমা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। এর ফলে কম মূল্যের ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে অনেকটাই সুবিধে হবে গ্রাহকদের।


ইউপিআই লাইট আসলে কী


ইউপিআই লাইট হল এমন একটি পেমেন্ট সলিউশন যা ৫০০ টাকার কম মূল্যের লেনদেন পরিচালনার জন্যই আলাদাভাবে ডিজাইন করা হয়েছে। এনপিসিআই কমন লাইব্রেরি অ্যাপ্লিকেশন ব্যবহার করে ইউপিআই, এর মাধ্যমে আমাদের মোবাইল ফোনে থাকা ইউপিআই ইকোসিস্টেমের সঙ্গে সাযুজ্য বজায় রাখা সম্ভব হয়। আর এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যাপক স্তরে গ্রহণযোগ্য হয়ে উঠবে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম এমনটাই ধারণা ছিল রিজার্ভ ব্যাঙ্কের।


আজ শুক্রবার ৭ জুন শেষ হল রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতির বৈঠক। রেপো রেট এবারেও একই রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। ৬.৫ শতাংশই থাকছে রেপো রেট এবং এর ফলে ফিক্সড ডিপোজিটে সুদের হার একই থাকবে। অন্যদিকে হোম লোনের ইএমআইয়ের মাত্রাও একই থাকবে। ফলে মধ্যবিত্তের উপর থেকে ঋণের বোঝা কমল না, তবে স্থায়ী আমানতে বিনিয়োগে বেশি মুনাফার সুযোগ রইল।


আরও পড়ুন: RBI Monetary Policy: RBI নিল বড় সিদ্ধান্ত, FD-তে এবার বেশি সুদ, অসুবিধা হবে কোথায় ?