Modi On UPI PayNow Linkage: দেশের বাইরে পৌঁছে গেল UPI। সিঙ্গাপুরে একসঙ্গে অনলাইন পেমেন্ট সিস্টেমে কাজ করবে UPI-PayNow। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সাক্ষরিত হল এই চুক্তি। 


UPI PayNow:সীমানা ছাড়াল  'ক্রস-বর্ডার পেমেন্ট কানেক্টিভিটি'
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং এই ডিজিটাল পেমেন্টের চুক্তি স্বাক্ষর করেন। ভারতের UPI অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ও সিঙ্গাপুরের PayNow-এর সঙ্গে জুড়ে দুই দেশে ক্রস-বর্ডার পেমেন্ট কানেক্টিভিটি শুরু হয়েছে। সকালে দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এই সূচনা করেছেন।


Reserve Bank of India: ভারত ও সিঙ্গাপুরের মধ্যে রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেম 
এদিন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ও  মনিটারি অথরিটি অফ সিঙ্গাপুরের ম্যানেজমেন্ট ডিরেক্টর রবি মেনন এই সুবিধা চালু করেন। এর ফলে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেম লিঙ্কেজ চালু হয়েছে। এর মাধ্যমে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে আন্তঃসীমান্ত সংযোগের আওতায় খুব সহজে দ্রুত অনলাইনে টাকা পাঠানো যাবে।


Modi On UPI PayNow Linkage: কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ?
আজ দুই দেশের এই চুক্তি নিয়ে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ''আমি ভারত ও সিঙ্গাপুরের জনগণকে এই চুক্তির জন্য অভিনন্দন জানাই। এই চুক্তি দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে। এর মাধ্যমে সিঙ্গাপুরে বসবাসকারী ভারতীয়রা সহজে UPI-এর মাধ্যমে ভারতে অর্থ পাঠাতে সক্ষম হবে। ভারতে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক সময়। এর মাধ্যমে উভয় দেশের নাগরিকরা তাদের মোবাইলে  দেশের মানুষের কাছে অর্থ পাঠাতে ও গ্রহণ করতে সক্ষম হবে। এতে শিক্ষার্থী, প্রফেশনাল ও সাধারণ নাগরিকরা বিশেষভাবে উপকৃত হবেন।''


UPI Service Update: ইউপিআইতে এবার নতুন পরিষেবা ?
আগামী দিনে UPI-তে 'ভয়েজ বেসড পেমেন্ট সিস্টেম' আনতে চলেছে সরকার। ইতিমধ্য়েই UPI-এর এই পরিষেবার প্রোটোটাইপ ডিজিটাল পেমেন্ট উৎসবে প্রকাশ্য়ে এনেছেন মন্ত্রী। এবার থেকে  ফোনে কেবল ভয়েজ কমান্ডের মাধ্যমেই UPI পরিষেবার সুবিধা পাওয়া যাবে। স্থানীয় ভাষাতেই এই সুবিধা পাওয়া যাবে। মন্ত্রী জানিয়েছেন, দেশের ১৮ টি স্থানীয় ভাষায় এই  'ভয়েজ বেসড পেমেন্ট সিস্টেম' পরিষেবা দেবে UPI।


Digital credit Service: বিশ্বে ছড়িয়ে পড়ছে UPI
সম্প্রতি এই বিষয়ে ইলেকট্রনিক্স ও তথ্য় প্রযুক্তি সচিব অখিলেশ কুমার শর্মা জানিয়েছিলেন, UPI এখন বিশ্বের বিভিন্ন দেশে পরিষেবা দেবে। National Payments Corporation of India (NPCI) ইতিমধ্য়েই ইউপিআই-এর সুবিধা নেপাল, ভূটান, সিঙ্গাপুর, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহিতে দিচ্ছে। এই দেশগুলির সঙ্গে UPI নিয়ে কাজ শুরু করে দিয়েছে NPCI ।


UPI Service Update: এবার ১০ দেশে ইউপিআই সার্ভিস
কেন্দ্রীয় তথ্য় প্রযুক্তি সচিব জানিয়েছেন,  ১০ দেশের NRI-দের জন্য খুলে দেওয়া হবে এই UPI পরিষেবা। অস্ট্রেলিয়া, কানাডা, হংকং, আমেরিকা, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুরের প্রবাসী ভারতীয়রা পাবেন এই পরিষেবা। সিঙ্গাপুরের PayNow সিস্টেমের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে UPI। শীঘ্রই একসঙ্গে কাজ করবে এই পেমেন্ট পরিষেবা।


আরও পড়ুন : Passport Alert: সাবধান ! পাসপোর্টের নামে চলছে প্রতারণা, রইল ভুয়ো ওয়েবসাইটগুলির নাম