UPI Payment Limit: আজ বুধবার ৯ অক্টোবর রিজার্ভ ব্যাঙ্কের ১০ম মুদ্রানীতির বৈঠকের শেষে গভর্নর শক্তিকান্ত দাস ইউপিআই পেমেন্টের সীমা (UPI Payment) আরও বাড়িয়ে দিয়েছেন। ফলে এই পুজোর মরশুমে আরও লেনদেন করা এখন সুবিধাজনক হবে। এর মাধ্যমে সবথেকে বেশি লাভবান হবেন ক্ষুদ্র লেনদেনকারী গ্রাহকরা। শুধু তাই নয়, ইউপিআই লাইট (UPI Payment Limit) এবং ইউপিআই ১২৩পে অ্যাপ নিয়েও (UPI Transaction) দারুণ খবর দিয়েছে আরবিআই। ইউপিআই নিয়ে তিনটি বড় বদল আনা হয়েছে। সাধারণ মানুষ এবং খুচরো লেনদেনকারী গ্রাহকরা সবথেকে বেশি সুবিধে পাবেন।
ইউপিআই নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের তিন বড় সিদ্ধান্ত
ইউপিআই ১২৩পে-র লেনদেনের সীমা ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।
ইউপিআই লাইটের ওয়ালেট সীমাও ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ অনেক বেশি সুবিধে পাবেন। ছোটখাটো খুচরো লেনদেনের জন্য তারা ব্যাপকভাবে ইউপিআই লাইট ব্যবহার করেন।
ইউপিআই লাইটের প্রত্যেক লেনদেনের সীমাও বাড়ানো হয়েছে। প্রতি লেনদেনের সীমা ৫০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১ হাজার টাকা।
ইউপিআইয়ের গুরুত্ব নিয়ে কী বললেন আরবিআই
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন যে ইউপিআই লেনদেনের মাধ্যমে ভারতের অর্থনৈতিক প্রেক্ষিতে একটি বড় বদল এসেছে। এই কারণে দেশে আর্থিক লেনদেন খুবই সহজ হয়ে গিয়েছে।
হোম লোন-গাড়ির লোনের ইএমআইতে কোনও বদল নেই
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাঁর ক্রেডিট পলিসিতে এই নিয়ে টানা পঞ্চমবার রেপো রেটে কোনও বদল আনেনি। এবারেও রেপো রেট ৬.৫ শতাংশে স্থির থেকেছে। রেপো রেট একই থাকার অর্থ হল হোম লোন, গাড়ির লোনের ইএমআইতে কোনও বদল আসবে না এখনই। ফলে আর্থিক চাপ একই থাকল।
কী জানালেন আরবিআইয়ের গভর্নর
আরবিআইয়ের গভর্নর জানিয়েছেন যে ভারতের ফিনান্সিয়াল সেক্টর সুস্থ স্বাভাবিক রয়েছে, এমনকী এখন স্থিতিশীল রয়েছে। ভারতের মুদ্রার মান অনেকটাই একই পর্যায়ে স্থির রয়েছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে আরবিআই একটি সতর্ক দৃষ্টিভঙ্গি নিয়েছে এবং নগদ অর্থের সরবরাহের দিকে জোর দিয়েছে। এখন ভোক্তা ঋণ ও ক্রেডিট কার্ডের বকেয়া যাতে আর না বাড়ে গ্রাহকদের সেদিকে নজর দেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
আরও পড়ুন: RBI MPC Meeting: সময়ের আগে লোন ক্লোজ করলে দিতে হবে না জরিমানা, RBI নিল বড় সিদ্ধান্ত