Stock Market: ট্রাম্পের কর আরোপের ফলে ভারতের শেয়ার বাজারে গতকাল বড় ধস নেমেছিল। এবার মার্কিন বাজারেই রেকর্ড পতন। বড় ধস ওয়াল স্ট্রিটে। গতকাল বৃহস্পতিবারই এই ধস নেমেছে বাজারে। ট্রাম্পের এই কর আরোপের সিদ্ধান্তের (US Market Crash) কারণে বিশ্বজুড়ে বাণিজ্যযুদ্ধ এবং অর্থনৈতিক মন্দার একটা আবহ দেখা দিয়েছে। আর তাই ২০২০ সালের পর রেকর্ড ধস নেমেছে মার্কিন শেয়ার বাজারে। একদিনেই ২ লক্ষ কোটি ডলার উধাও (Dow Jones) বাজার থেকে। কোভিড ১৯ মহামারির প্রকোপের পরে আবারও ডাউ জোনস সূচকে ১৬০০ অঙ্কের পতন এসেছে।
একদিকে এস অ্যান্ড পি ৫০০ সূচক ৪.৮ শতাংশ পড়ে গিয়েছে। ২০২০ সালের জুন মাসের পরে এটাই দ্বিতীয় বড় পতন। এই কারণে বাজার থেকে ২ লক্ষ কোটি ডলার সম্পদ উধাও হয়েছে একদিনেই। তাছাড়া ডাউ জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ, ন্যাসড্যাক কম্পোজিট সূচকেও একইরকম পতন এসেছিল করোনাকালীন সময়ে। গতকালের বাজারে এই দুই সূচক যথাক্রমে ৪ শতাংশ ও ৬ শতাংশ পড়ে গিয়েছে। ১৬৭৯ অঙ্কের ধস নেমেছে ডাউ জোনস সূচকে।
বিপর্যস্ত ওয়াল স্ট্রিট
ট্রাম্পের এই শুল্ক আরোপের পরে দুর্বল অর্থনীতি ও প্রবল মুদ্রাস্ফীতির ভয়ে ওয়াল স্ট্রিটে হাহাকার দেখা গিয়েছে। বড় বড় টেক কোম্পানি এবং অপরিশোধিত তেল কম্পানি থেকে শুরু করে সবেতেই পতন এসেছে। মার্কিন ডলারের সাপেক্ষে অন্যান্য মুদ্রার দামে ব্যাপক পতন এসেছে। সোনার দাম হু হু করে বেড়ে গিয়েছে। এস অ্যান্ড পি ৫০০ সূচকে ১০ শতাংশের ধস নেমেছে।
বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা
বাজার বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই কর ঘোষণার ফলে বিশ্বব্যাপী মন্দার কালো মেঘ নেমে আসতে পারে। এর কারণ যদি কোনও দেশ আমেরিকায় সেই পণ্য উৎপাদন করে রফতানি করে তা হবে অত্যন্ত ব্যয়বহুল। ফলে সেই পণ্যের চাহিদা কমে যাবে। আমেরিকার এই করের জবাবে পালটা অন্য দেশগুলিও শুল্ক আরোপ করবে। ফলে সেই পণ্যের উৎপাদন যেমন ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে, একইসঙ্গে মুদ্রাস্ফীতি বাড়বে, মন্দা দেখা দেবে এবং বেকারত্ব বাড়বে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)