নয়াদিল্লি: ঘোষণা মতোই আমেরিকার ‘শুল্ক-শাস্তি’ কার্যকর হয়েছে ভারতের উপর। আর সেই আবহেই ফের ভারতকে নিয়ে ফের বিস্ফোরক দাবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাঁর দাবি, উচ্চ হারে শুল্ক বসাবেন বলে আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করেছিলেন তিনি। শুল্ক-হুঁশিয়ারিতেই ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতে ইতি পড়েছিল বলেও দাবি তাঁর। (US Tariff on India)
হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠক চলাকালীন ফের ভারতকে নিয়ে মুখ খুললেন ট্রাম্প। তাঁর দাবি, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি, সেই সময় মোদির সঙ্গে কথা হয় তাঁর। ভারত ও পাকিস্তানের মধ্যে এত ঘৃণা কেন জানতে চান। পাকিস্তানকেও একই প্রশ্ন করেন তিনি। আর সেই সময়ই চড়া শুল্ক বসানোর কথা জানিয়ে দেন। (Donald Trump)
মোদির সঙ্গে কী কথা হয়েছিল, তা বিশদে ব্যাখ্যাও করেন ট্রাম্প। তিনি বলেন, “অসাধারণ এক পুরুষের সঙ্গে কথা বলছি, ভারতের মোদি। আমি বললাম, ‘পাকিস্তান ও আপনাদের মধ্যে কী চলছে’? এর পর পাকিস্তানের সঙ্গেও কথা বলি আমি। জানতে চাই, ভারতের সঙ্গে কী চলছে? দীর্ঘদিন ধরে এই চলে আসছে। নাম ভিন্ন হলেও, শত শত বছর ধরে। ট্রাম্প যদিও ‘শত শত’ বছর বলছেন।
এর আগে কাশ্মীর সমস্যাকে ‘১০০০ বছরের সমস্যা’ বলে উল্লেখ করেন ট্রাম্প। যদিও ভারত এবং পাকিস্তান ১৯৪৭ সালেই স্বাধীন হয়। স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ ৮০ বছর আগে। এভাবে চললে পরমাণু যুদ্ধ ঠেকানো যাবে না, আমেরিকাও বাণিজ্যচুক্তি করবে না, এই মর্মেও তিনি সতর্ক করেছিলেন বলে দাবি ট্রাম্পের। তাঁর বক্তব্য, "দেখলাম সাতটি যুদ্ধবিমান নামানো হয়েছে। ১৫০ মিলিয়ন ডলারের যুদ্ধবিমান। অনেক বিমান। সাতটির বেশিও হতে পারে। ওরা তো সঠিক সংখ্য়াও জানায়নি।"
ট্রাম্পের আরও বলেন, “আমি বললাম, এটা কী হচ্ছে? আমি বাণিজ্যচুক্তি করতে চাই না…আপনাদের সঙ্গে বাণিজ্যচুক্তি করব না। আপনারা পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছেন। ওদের কাছে এর গুরুত্ব ছিল। আমি বললাম, ‘কাল আমাকে ফোন করবেন। কিন্তু হয় আপনাদের সঙ্গে কোনও চুক্তি করব না, নয়ত এত বেশি শুল্ক চাপাব যে আপনাদের মাথা বনবন করে ঘুরবে। আমি পরোয়া করি না’। এর পাঁচ ঘণ্টা পরই সব মিটে যায়। হতে পারে ফের শুরু হবে। জানি না আমি। তাতেও আমি থামাব। এসব হতে দেওয়া যায় না।”
ভারত যদিও বরাবরই ট্রাম্পের দাবি খারিজ করে আসছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে কোনও তৃতীয়পক্ষের হস্তক্ষেপ ছিল না বলে দাবি করছে তারা। তার পরও ট্রাম্প নিজের দাবি থেকে সরছেন না। একদিন আগেই ভারত ও পাকিস্তান পরস্পরের সাতটি যুদ্ধবিমান নামায় বলে দাবি করেন তিনি।