US Stock Market: গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো এবং কানাডা থেকে আমদানিকৃত সামগ্রীর উপরে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন এবং আজ মঙ্গলবার ৪ মার্চ থেকেই এই শুল্ক কার্যকর হবে বলে জানা গিয়েছে। রুজভেল্ট রুমে সাংবাদিকদের ট্রাম্প (Donald Trump) জানান যে কানাডা এবং মেক্সিকো উভয়ের উপরেই ২৫ শতাংশ কর আরোপ হল। তার কথায় জানা গিয়েছে মূলত ফেন্টানাইল আমদানির উপর নজরদারি এবং বেআইনি অভিবাসীদের শনাক্ত করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তার জেরেই বড় ধস নামল মার্কিন শেয়ার বাজারে (US Stock Market Crash)। এস অ্যান্ড পি ৫০০ সূচক এক ধাক্কায় ১.৭৬ শতাংশ পড়ে গিয়েছে এবং ইন্ট্রাডে-তে ২ শতাংশ পতনের পরে ৫৮৪৯.৭২-এর স্তরে এসে দাঁড়িয়েছে।
সমস্ত সূচকে ধস
অন্যদিকে ব্লুচিপ ডাও জোন্স সূচকেও ১.৪৮ শতাংশ পতন এসেছে, গতকালের ট্রেডিং সেশনে এই সূচক পতনের পরে এসে দাঁড়িয়েছিল ৪৩১৯১-এর স্তরে। আর ন্যাসড্যাক কম্পোজিট সূচকে সবথেকে বেশি পতন এসেছে, ২.৭৪ শতাংশ ধস নেমেছে এই সূচকে। রক্তাক্ত ওয়াল স্ট্রিট। এনভিডিয়ার মত বড় সংস্থার শেয়ার গতকালের বাজারে ৮ শতাংশ ধসে, বিরাট সেল অফ চলেছে বাজারে। বাজার খোলার পরে পরে ফ্ল্যাট গেলেও, ডোনাল্ড ট্রাম্পের কর ঘোষণার পরেই এক ধাক্কায় লাল হয়ে যায় বাজার।
করের বোঝা বাড়ালেন ট্রাম্প
ট্রাম্প জানিয়েছেন, আগামী ২ এপ্রিল থেকে রেসিপ্রোকাল ট্যারিফ আরোপিত হবে, তার আগে আজ ৪ মার্চ থেকেই কার্যকর হল এই ২৫ শতাংশের শুল্কভার। এছাড়া চিনকে এবার থেকে অতিরিক্ত ১০ শতাংশ কর দিতে হবে। ওয়াল স্ট্রিটের ভীতির সূচক ভিক্স এদিন ডিসেম্বরের পর থেকে সর্বোচ্চ স্তরে ছিল। সমস্ত মেগাক্যাপ স্টকে ধস নেমেছে। এনভিডিয়ার স্টকে ৮.৭ শতাংশ ধস নেমেছে।
ভারতে কী হবে
আজ মঙ্গলবার সকালে বাজার খুলতেই সেনসেক্স সূচকে ১৮০ পয়েন্টের পতন দেখা গিয়েছে। অন্যদিকে নিফটি সূচক ট্রেড করছে ২২ হাজার পয়েন্টের কাছাকাছি। সকালের সেশনে বাজাজ অটো, এইচসিএল টেক, ইনফোসিসের শেয়ারে পতন দেখা যাচ্ছে। রিলায়েন্সের স্টকে গতকালের বাজারে একদিনেই ৪০ হাজার কোটি টাকার লোকসান হয়েছিল বিনিয়োগকারীদের। আজও সেই পতনের ধারা চলছে। ট্রাম্পের কর আরোপে মার্কিন বাজারে যে ধস নেমেছে, তার প্রভাব পড়তে পারে ভারতের বাজারেও, এমনটা মনে করছেন অনেক বাজার বিশেষজ্ঞরা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)