Flight Ticket: প্রত্যেকেরই জীবনে স্বপ্ন থাকে একবার হলেও বিমানে চড়ার অভিজ্ঞতা অর্জন করার। কিন্তু অনেকেই এত ব্যয়বহুল টিকিট (Flight Ticket Offer) কেটে সেই স্বপ্নপূরণ করতে পারেন না। কিন্তু এবার বহু মানুষের সেই স্বপ্ন পূরণ হবে খুব সহজে। মাত্র ১১ টাকাতেই পেয়ে যাবেন বিমানের (Air Ticket) টিকিট। বড় সুযোগ দিচ্ছে এই সংস্থা।


আদপে এই অফার চলছে ভিয়েতনামের বিমান সংস্থা ভিয়েতজেট এয়ারের তরফ থেকে। ভিয়েতজেট এয়ার একটি দারুণ ফেসটিভ সেল অফার নিয়ে এসেছে যাত্রীদের জন্য, গ্রাহকদের জন্য। এই অফারেই আপনি ভারত থেকে ভিয়েতনাম যাওয়ার বিমানের টিকিট পেয়ে যাবেন মাত্র ১১ টাকায়। তবে এই টিকিটের দামের সঙ্গে কর ও অন্যান্য ফি যুক্ত করা নেই। এই অফারটি রয়েছে ইকো ক্লাস টিকিটের জন্য এবং ভারতের বড় বড় শহর যেমন মুম্বই, দিল্লি, কোচি, আমেদাবাদ থেকে হো চি মিন সিটি, হ্যানয় এবং ডা ন্যাং শহরে যাওয়ার জন্য উপলব্ধ থাকবে।


কীভাবে বুক করবেন টিকিট


প্রতি শুক্রবার করে ভিয়েতনামের বিমানসংস্থা ভিয়েতজেট এয়ারে এই সস্তার টিকিটের সুবিধে পাওয়া যাবে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই অফার। তবে এই অফারটি কেবলমাত্র সীমিত সিটের জন্য উপলব্ধ থাকবে। ফলে খুব দ্রুত এই টিকিট বুকিং করে নিতে হবে আপনাকে অফারের সুবিধে পেতে চাইলে। টিকিট বুক করতে চাইলে আপনাকে যেতে হবে ভিয়েতজেট এয়ারের অফিসিয়াল ওয়েবসাইটে www.vietjetair.com।


অফার সম্পর্কিত অন্যান্য তথ্য


সংবাদসংস্থা অনুসারে জানা যাচ্ছে এই অফারটি ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বৈধ বলে গণ্য করা হবে। তবে কিছু কিছু ব্ল্যাক আউট দিন রয়েছে বুকিংয়ের ক্ষেত্রে। পাবলিক হলিডে, পিক সিজনে এই বুকিং নেওয়া হবে না। আপনি যদি আপনার বুকিংয়ের বা ভ্রমণের দিন বদলাতে চান তাহলে একটি নির্দিষ্ট ফি দিয়ে সেই বুকিংও করাতে পারেন আপনি। এছাড়া আপনি টিকিট বাতিল করাতে চাইলে তাও করা যাবে, টাকা আপনার রিফান্ড হয়ে ট্রাভেল ওয়ালেটে জমা হবে, তবে এক্ষেত্রেও কিছু কিছু ফি কাটা হবে।


কেন এই অফারটির এত গুরুত্ব


এই অফারটি শুধু যে সস্তায় মিলছে তাই নয়, এর পাশাপাশি ভিয়েতনাম ও ভারতের মধ্যে সরাসরি সংযোগস্থাপনের এ এক বড় সুযোগ। ভিয়েতনাম তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান, সুস্বাদু খাবারের জন্য খুবই বিখ্যাত। আর এই অফারে আপনি এই সুন্দর দেশ ভ্রমণের বড় সুযোগ পাবেন। আপনি যদি একা কিংবা পরিবারের সঙ্গে ভিয়েতনামে আসতে চান, তাহলে এই অফারটি আপনার জন্য সেরা হতে চলেছে।


আরও পড়ুন: Blume Ventures Report: ১০০ কোটি মানুষের কাছে খরচের ক্ষমতাই নেই, মধ্যবিত্ত সঙ্কটে ! ফের চিন্তা বাড়াল এই রিপোর্ট