Job Cut: আশঙ্কার প্রহর কাটছে না। বিশ্বজুড়ে বেড়েই চলেছে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা। এবার ভারতেও একে একে বড় সংখ্যার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করছে কোম্পানিগুলি। এবার সেই তালিকায় নতুন সংযোজন ভোডাফোন ইন্ডিয়া (Vodafone Layoffs)।  


Layoffs In India: মোট কত কর্মীর চাকরি যাবে ?
ভোডাফোনের নতুন সিইও মার্গেরিটা ডেলা ভ্যালে জানিয়েছেন, কোম্পানির স্বার্থে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। তিন বছরের মধ্যে কর্মচারীদের সরিয়ে দেবে কোম্পানি। মূলত, চলতি বছরে টেলিকম সেক্টরে ফ্রি ক্যাশ ফ্লো ১.৫ বিলিয়ন ইউরো হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। যে কারণে কোম্পানির স্বার্থে কিছু সিদ্ধান্ত নিতে হবে।


Vodafone Layoffs: কোন আশঙ্কায় এই ছাঁটাই ?
গত মাসেই ভোডাফোনের দায়িত্ব নেন ডেলা ভালে। এরপরই কোম্পানিকে ঢেলে শাজানোর দায়িত্ব নিয়েছেন তিনি। ভালে জানান, কোম্পানির পারফরম্যান্স যথেষ্ট ভাল হয়নি। সেই কারণে কোম্পানি গ্রাহকদের সুরক্ষায় অগ্রাধিকার দেবে ও সংস্থার বৃদ্ধির দিকে নজর দিচ্ছে। টেলিকম বাজারে প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিতেই এই সিদ্ধান্ত।


রয়টার্সের একটি প্রতিবেদন অনুসারে, কোম্পানির সবচেয়ে বড় ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ভোডাফোন। বর্তমানে সংস্থায় ১,০০,০০০ কর্মচারী রয়েছে।টেলিকম কোম্পানির মতে, চলতি আর্থিক বছরে ৩.৩ বিলিয়ন ইউরো ক্যাশ জেনারেট করবে, যা মার্চের শেষ পর্যন্ত ৪.৮ বিলিয়ন ইউরো থেকে নেমে এসেছে।


এর আগে, ভোডাফোন এই বছরের শুরুতে ইতালিতে ১০০০ চাকরি ছাঁটাইয়ের ঘোষণা করেছিল। কিছু রিপোর্ট বলছে, জার্মানিতেও ১,৩০০ কর্মী ছাঁটাই করবে কোম্পানি। ভোডাফোনের জন্য জার্মানি সবচেয়ে বড় বাজার। রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, টেলিকম কোম্পানির জন্য জার্মানি এখন ততটা লাভজনক প্লাটফর্ম নয়। এর আগে, ভোডাফোন এই বছরের শুরুতে ইতালিতে ১০০০ চাকরি ছাঁটাই ঘোষণা করেছিল।


Layoff News: বিশ্ববাজারে মন্দার প্রভাব ধরে ধীরে এবার গ্রাস করছে ভারতকে। এর আগে মার্কিন মুলুকে ছাড়াও বিশ্বের অন্যান্ত প্রান্তে বহু কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি কোম্পানিগুলি। এবার সেই তালিকায় নাম লেখাল অ্যামাজন (Amazon India)।


Amazon India Layoffs: ভারতে অ্যামাজনে কাদের চাকরি গেল ?
সর্বভারতীয় এক ইংরেজি দৈনিকের প্রতিবেদন বলছে, ভারতে অ্যামাজন বিভিন্ন ব্যবসায় প্রায় ৫০০ কর্মী ছাঁটাই করেছে। কোম্পানির কর্মীরাই এই তথ্য সংবাদপত্রের প্রতিনিধিকে জানিয়েছে। প্রতিবেদন অনুসারে, ছাঁটাইয়ের প্রক্রিয়া এখনও চালছে। অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS), মানব সম্পদ (HR) ছাড়াও সাপোর্ট টিম থেকে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে। এই নতুন ছাঁটাই প্রক্রিয়া সম্পর্কে মার্চেই সতর্ক করেছিল অ্যামাজন। সেই সময় ৯০০০ চাকরি ছাঁটাইয়েক কথা ঘোষণা করেছিল কোম্পানি।


আরও পড়ুন : Instant Loan App: সস্তার ঋণের অফারে রয়েছে ফাঁদ, পা দিলেই ভুগবেন ! চুরি যাবে গোপন তথ্য়