নয়াদিল্লি: দীর্ঘদিন ধরেই গাড়ি উৎসাহীরা অপেক্ষা করেছেন এই গাড়িটির জন্য। সেই অপেক্ষার অবসান হয়েছে। ভারতের বাজারে লঞ্চ হয়েছে ভক্সওয়াগনের ভার্টাস। ১১ লক্ষ টাকা থেকে শুরু হয়েছে জার্মান গাড়ি প্রস্তুতকারী সংস্থার নতুন এই মডেলের দাম। এরই জিটি (GT Version)-এর দাম প্রায় ১৮ লক্ষ টাকা পর্যন্ত।


ভক্সওয়াগনের ভার্টাস মাঝারি আকারের একটি সেডান। যেটা  MQB-AO-IN- প্ল্যাটফর্মের উপর তৈরি। এই একই প্ল্যাটফর্মে তৈরি হয়েছে ভক্সওয়াগনের টাইগানের (Volkswagen  Virtus) মতো কমপ্যাক্ট এসইউভিও। 


নজর কাড়বে আকার:
সেডান সেগমেন্টের মধ্যে ভক্সওয়াগন ভার্টাস (Volkswagen Virtus) দৈর্ঘ্যে সবচেয়ে বড়। ৪৫৬১ মিলিমিটার দৈর্ঘ্য এই মডেলটির। হুইলবেস ২৬৫১ মিলিমিটার। বুট স্পেসের দিক থেকেও বেশ বড়সড় ভক্সওয়াগন ভার্টাস। এই মডেলে রয়েছে ৫২১ লিটার। 


একাধিক ভ্যারিয়েন্ট রয়েছে ভক্সওয়াগন ভার্টাসের (Volkswagen Virtus)। দুই ভাগে ভাগ করা হয়েছে এটিকে। একটি ডায়নামিক লাইন (Dynamic Line) এবং একটি পারফর্ম্য়ান্স লাইন (Performance Line).পারফর্ম্য়ান্স লাইনে রয়েছে, GT line trim যেটায় রয়েছে দেড় লিটারের TSI পেট্রোল ইঞ্জিন। ওই মডেলে রয়েছে ৭ স্পিড ডিএসজি অটোমেটিক (7 speed DSG Automatic), এই মডেলে রয়েছে প্যাডল শিফটার (Paddle Shifters)। আবার অন্যদিকে রয়েছে ডায়নামিক লাইন (Dynamic Line)। যেখানে রয়েছে এক লিটারের TSI পেট্রোল ইঞ্জিন (1.0 TSI petrol engine)। এখানে রয়েছে দুই রকম গিয়ারের অপশন। হয় ৬ স্পিড ম্যানুয়াল অথবা ৬ স্পিড অটোমেটিক গিয়ার অপশন।  এই মডেলের ক্ষেত্রে মূলত এন্ট্রি লেভেলে ১ লিটারের ইঞ্জিন এবং টপ এন্ড ভার্সনে রয়েছে দেড় লিটার ইঞ্জিন। এক লিটারের ইঞ্জিন 110bhp/ 178Nm শক্তির, অন্যদিকে দেড় লিটারের ইঞ্জিন 150bhp/250Nm শক্তি উৎপাদন করে। 




অন্দরসজ্জা ও ফিচার:
ভক্সওয়াগন ভার্টাসে রয়েছে ১০ ইঞ্চির টাচস্ক্রিন। রয়েছে ওয়ারলেস স্মার্টফোন কানেক্টেভিটি, ওয়ারলেস চার্জিং, connected car technology-সহ আরও একাধিক ফিচার। রয়েছে রিয়ার-ভিউ ক্যামেরাও। 


নিরাপত্তার দিকেও নজর:
ভার্টাসে রয়েছে ৬টি এয়ারব্যাগ, ESC, পিছনের আসনে রয়েছে তিনটি হেডরেস্ট। দেড় লিটার ইঞ্জিনের GT version-এর লুকসের দিকে বেশ কিছুটা নজর দিয়েছে সংস্থা। অন্দরসজ্জায় একটু আলাদা ছোঁয়া রয়েছে। রয়েছে ডার্ক হুইল (Dark Wheel). 




কাদের সঙ্গে টক্কর:
ফিচার ও ডিজাইনে চোখ কাড়বে এই গাড়িটি। তবে এই সেগমেন্টে কড়া প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে ভক্সওয়াগন ভার্টাসকে। স্কোডা স্লাভিয়া (Skoda Slavia), হন্ডা সিটি (Honda City), হুন্ডাই ভার্না (Hyundai Verna) এবং মারুতি সিয়াজ (Maruti Ciaz)-এই মডেলগুলির সঙ্গে কড়া টক্কর হবে ভক্সওয়াগনের নতুন এই মডেলের।


রঙের বাহার:
একাধিক রঙে পাওয়া যাচ্ছে এই গাড়িটি। ওয়াইল্ড চেরি রেড, ক্যান্ডি হোয়াইট, কার্বন স্টিল গ্রে, কুরকুমা ইয়েলো, রাইসিং ব্লু মেটালিক এবং রিফ্লেক্স সিলভার রঙে মিলছে ভক্সওয়াগন ভার্টাস।


আরও পড়ুন: এবার দেশের বাজারে ছোট ইলেকট্রিক কার আনতে চলেছে মহিন্দ্রা