Electric Cars Range: মঙ্গলবারই দেশের বাজারে Volvo XC40 রিচার্জ লঞ্চ করেছে কোম্পানি। অটো ব্লগারদের মতে, ভারতে বর্তমানে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বিলাসবহুল ইভি এই গাড়ি। যার দাম রাখা হয়েছে দাম ৫৫.৯০ লক্ষ টাকা। ভলভো দেশেই এই গাড়ি অ্যাসেম্বল করেছে। যার ফলে বাকিদের থেকে কিছুটা দাম কম হয়েছে এই গাড়ির। XC40 রিচার্জের সঙ্গে প্রতিদ্ব্ন্দ্বিতা করবে Kia EV6। দেখে নিন কোন গাড়ির কী রেঞ্জ।
Kia EV6: কিয়া ইভি সিক্সের কত দাম ?
কিয়াও সম্প্রতি তাদের EV6 মডেল লঞ্চ করেছে। যদিও বিশ্বব্যাপী চাহিদার কারণে এর সীমিত সংখ্যক ইউনিট তৈরি করছে কোম্পানি। ভারতে অ্যাসেম্বল করার পরিবর্তে এই গাড়ি আমদানি করা হচ্ছে। ইতিমধ্যে EV6-এর দাম GT লাইনের জন্য 59.95 লক্ষ টাকা এবং GT লাইন AWD-এর জন্য 64.9 লক্ষ টাকা রাখা হয়েছে।
Volvo XC40 XC40 রিচার্জে ৭৮ কিলোওয়াটের ব্যাটারি-সহ দুটি বৈদ্যুতিক মোটর দেওয়া হয়েছে। এতে রয়েছে AWD অপশন। এই গাড়িতে মোট ৪০৮ হর্স পাওয়ার ও ৬৬০ নিউটন মিটার টর্ক রয়েছে। ফলস্বরূপ XC40 রিচার্জ মাত্র ৪.৯ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার গতি তুলতে পারে। তুলনামূলকভাবে Kia EV6 এর একটি সিঙ্গল সিলিন্ডার মোটর সংস্করণ রয়েছে, যা ৩৪০ হর্সপাওয়ার ও ৪৩০ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। যেখানে ডুয়েল মোটর সংস্করণ ৩২৫ হর্স পাওয়ার ও ৬০৫ নিউটন মিটার টর্ক তৈরি করে। যার ফলে গাড়ি ০-১০০ কিমি গতিবেগ তুলতে ৫.২ সেকেন্ড সময় নেয়।
Volvo দাবি করে XC40 প্রতি চার্জে ৪১৮ কিলোমিটার ও EV6 ৫২৮ কিমি রেঞ্জ দিয়ে থাকে। এতে বড় ৮৩.৯ কিলোওয়াটের ব্যাটারি প্যাক রয়েছে। উভয় গাড়িতেই প্রিমিয়াম অডিও সিস্টেম, ADAS বৈশিষ্ট্য, সংযুক্ত গাড়ি প্রযুক্তি ও আরও অনেক কিছু পাবেন। তাই XC40 তুলনামূলকভাবে সস্তা হলেও এর রেঞ্জ কম। তবে EV6 আরও ব্যয়বহুল হলেও এর রেঞ্জ বেশি।
আরও পড়ুন : New MG Hector: ১৪ ইঞ্চির স্ক্রিন, নতুন এমজি হেক্টরে পাবেন আরও অনেক কিছু