Upcoming IPO: সোলার মডিউলস উৎপাদনকারী সংস্থা ওয়্যারি এনার্জিসের আইপিওতে উপচে পড়ল বিনিয়োগকারীদের ভিড়। গতকাল ছিল এই আইপিওতে (Waaree Energies IPO) বিনিয়োগের শেষ দিন আর সেদিনই ৭৬.৩৪ গুণ সাবস্ক্রিপশন পেল এই সংস্থার আইপিও। দারুণ সাড়া পেল এই আইপিও। লিস্টিংয়ে (IPO News) মুনাফা দেবে এই সংস্থার আইপিও। বুধবার ২৩ অক্টোবর ছিল এই আইপিওর শেষ সাবস্ক্রিপশনের দিন। কবে হবে লিস্টিং ? বিনিয়োগ করে থাকলে কীভাবে যাচাই করবেন আপনার অ্যালটমেন্ট ?
আইপিওতে উপচে পড়েছে বিনিয়োগকারীদের ভিড়
বম্বে স্টক এক্সচেঞ্জের তথ্য অনুসারে ওয়্যারি এনার্জিস সংস্থার আইপিওতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত ছিল ৫৮ লক্ষ ৩৭ হাজার ৭৫৭ টি শেয়ার, সেখানে বিডিং এসেছে ১২১ কোটি ৭৯ লক্ষ ৩৭ হাজার ৪০২টি শেয়ারের জন্য। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সেগমেন্টে এই আইপিও সাবস্ক্রাইব হয়েছে ২০৮.৬৩ গুণ। অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সেগমেন্টে ওয়্যারি এনার্জিস আইপিও সাবস্ক্রাইব হয়েছে ৬২.৪৮ গুণ। অন্যদিকে খুচরো বিনিয়োগকারীদের জন্য যেখানে সংরক্ষিত ছিল ১ কোটি ৩ লক্ষ ৫০ হাজার ২৮৮টি শেয়ার, সেখানে আবেদন এসেছে ১১ কোটি ১৬ লক্ষ ৯৫ হাজার ৩০১টি শেয়ারের জন্য, অর্থাৎ এই সেগমেন্টে আইপিওটি ৫.১৭ গুণ সাবস্ক্রিপশন এসেছে।
৪৩২১ কোটি টাকা সংগ্রহ করবে এই আইপিও
ওয়্যারি এনার্জিস লিমিটেড সংস্থার আইপিও বাজারে এসেছিল ২১ অক্টোবর। ২৩ অক্টোবর বুধবার পর্যন্ত চলেছিল এই আইপিওর সাবস্ক্রিপশন। আইপিওর মাধ্যমে সংস্থা চেয়েছিল বাজার থেকে ৪৩২১.৪৪ কোটি টাকা সংগ্রহ করতে। এই আইপিওর প্রতি শেয়ারের প্রাইসব্যান্ড ধার্য করা হয়েছিল ১৪২৭-১৫০৩ টাকা। এই আইপিওর মাধ্যমে সংস্থা ২.৪ কোটি নতুন শেয়ার ইস্যু করেছে এবং অফার ফর সেলে বিক্রি করা হয়েছে ৪৮ লক্ষ শেয়ার।
জিএমপি দিচ্ছে দারুণ লিস্টিংয়ের ইঙ্গিত
গ্রে মার্কেটে ওয়্যারি এনার্জিস সংস্থার আইপিও ১৪৮০ টাকায় উঠে এসেছে অর্থাৎ ৯৮.৪৭ শতাংশ দাম বেড়েছে জিএমপিতে। যদিও এই সংস্থা ১৫০৩ টাকার প্রাইসব্যান্ডে ফান্ড সংগ্রহ করেছে। অর্থাৎ জিএমপি বুঝিয়ে দিচ্ছে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হলেই এই শেয়ার থেকে ১০০ শতাংশ রিটার্ন পাওয়া যেতে পারে। অর্থাৎ লিস্টিংয়ে বিনিয়োগ দ্বিগুণ করতে পারে এই স্টক।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Stock Market Today: বুধেও পতন বাজারে, আজ লাভ দিল এই স্টকগুলি, লোকসানে গেল কারা