Cyber Scam: মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার একজন সরকারি কর্মীর হোয়াটসঅ্যাপে এক অচেনা নম্বর থেকে এসেছিল বিয়ের নিমন্ত্রণ। আর সাধারণ এই বিয়ের নিমন্ত্রণপত্রই বিপুল ব্যয়বহুল হয়ে উঠেছে সেই ব্যক্তির জীবনে। নিমন্ত্রণপত্রে ক্লিক করতেই প্রায় ২ লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে সেই সরকারি কর্মীর।
৩০ অগাস্ট অনুষ্ঠিত হবে এমন এক বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্র হঠাৎ করেই সেই সরকারি কর্মীর হোয়াটসঅ্যাপে আসে এক অচেনা নম্বর থেকে। সঙ্গে মেসেজে লেখা ছিল ‘স্বাগতম। শাদি মে জরুর আনা। ৩০.০৮.২০২৫। ভালবাসাই আসলে সুখের দরজা খোলার চাবিকাঠি।’ এই বার্তার সঙ্গে বিয়ের আমন্ত্রণের একটি পিডিএফ ফাইল সংযুক্ত ছিল।
আপাতদৃষ্টিতে দেখে যা স্বাভাবিক ও নিরাপদ বলে মনে হয়েছিল আসলে সেটিই ছিল একটি বড় ফাঁদ। এই পিডিএফ ফাইলটি আসলে ছিল একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ, যা চালাকি করে একটি বিয়ের কার্ডের ছদ্মবেশে তৈরি করা হয়েছিল। সেই সরকারি কর্মী এই পিডিএফ ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গেই সাইবার অপরাধীরা তাদের ফোনে অ্যাক্সেস পেয়ে তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৯০ হাজার টাকা হাতিয়ে নেয়।
হিঙ্গোলি পুলিশ একজন অজ্ঞাত সন্দেহভাজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং সাইবার সেল বিভাগও বিষয়টি তদন্ত করে দেখছে। গত বছর থেকেই এই ধরনের হোয়াটসঅ্যাপে জালিয়াতির ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে হোয়াটসঅ্যাপে ভুয়ো বিয়ের আমন্ত্রণপত্র ব্যবহার করে অজ্ঞাতপরিচয় ব্যবহারকারীদের লক্ষ্য করে প্রতারণা করা হয়েছে। একবার কোনও ব্যক্তি এপিকে ফাইলে ক্লিক করলেই প্রতারকরা তাদের সমস্ত কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারবে এবং সংবেদনশীল ডেটা অ্যাক্সেস করতে পারবে। তাদের পরিচিতি ব্যবহার করে টাকাও হাতিয়ে নিতে পারে।
হিমাচল প্রদেশ সাইবার পুলিশ গত বছর একটি সতর্কতা জারি করেছিল যাতে জনগণকে সতর্কতা অবলম্বন করতে এবং অজানা উৎস থেকে ফাইল ডাউনলোড করা এড়িয়ে চলতে বলা হয়েছিল। অন্যদিকে মুম্বইয়ের এক বৃদ্ধা মহিলা অনলাইন ডেলিভারি অ্যাপ থেকে এক লিটার দুধ অর্ডার করার সময় একটি প্রতারণামূলক লিঙ্কে ক্লিক করার পরে তাঁর জীবনের কষ্টার্জিত সঞ্চয় ১৮.৫ লক্ষ টাকা হারিয়েছেন। গতকাল শনিবারই পুলিশ এই ঘটনা জানিয়েছে সংবাদমাধ্যমকে।
কর্তৃপক্ষ অনুসন্ধান করে দেখেছে যে এক ঘণ্টা ধরে কলে থাকার সময়েই প্রতারকদের নির্দেশ মেনে সেই বৃদ্ধা মহিলা তাদের কিছু সংবেদনশীল তথ্য শেয়ার করেন। পরে ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্টের ব্যালান্স চেক করতে গিয়ে তিনি দেখেন যে তাঁর অ্যাকাউন্ট থেকে ১৮.৫ লক্ষ টাকা উধাও।