WhatsApp Fraud : বিয়ের মরসুমে (Wedding Session) বড় প্রতারণার শিকার (Digital Fraud) হতে পারেন আপনি। আপনার আবেগকে কাজে লাগিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) ফাঁকা করার নতুন উপায় বের করেছে জালিয়াতরা (Scam)। এই বিষয়টি স্বপ্নেও ভাবতে পারবেন না আপনি !
বিয়ের মরসুমকেই নিশানা করেছে প্রতারকরা
বর্তমানে বিয়ের মরসুম চলছে দেশে। যেখানে বাড়িতে বিয়ের নিমন্ত্রণপত্র না পাঠাতে পারলে ওয়েডিং কার্ডের পিডিএফ দিয়েই কাজ সারছেন অভিভাবকরা। অনেক সময় দূরত্বের কারণেই এইভাবে বিয়ের আমন্ত্রণ জানানো হয়। আগে পোস্টের মাধ্যমে পাঠানো হলেও এখন ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপেই পৌঁছে দেওয়া হয় বিয়ের কার্ডের পিডিএফ। আর এই পিডিএফের মধ্যেই লুকিয়ে থাকছে প্রতারণার জাল। যাকে ব্যবহার করছে স্ক্যামাররা।
কোথায় পাঠানো হচ্ছে এই বিয়ের কার্ডের পিডিএফ
গ্রাহকদের নিশানা করতে এখন হোয়াটসঅ্য়াপের মাধ্য়মে পাঠানো হচ্ছে এই বিয়ের কার্ডের পিডিএফ। প্রিয় বন্ধু, আত্মীয় স্বজনের কাছে সহজেই পৌঁছে যাচ্ছে এই পিডিএফ ওয়েডিং কার্ড। যা দেখে সহজেই যেকেউ খুলতে পারেন। একবার এই কার্ড খুললেই ব্যাঙ্ক অ্য়াকাউন্ট খালি হতে পারে আপনার। কারণ কী জানেন ?
কীভাবে টাকা উধাও হতে পারে আপনার
মনে রাখবেন এই ধরনের বিয়ের কার্ডের ফরম্য়াট বদলে দিচ্ছে প্রতারকরা। সাধারণত এই বিয়ের কার্ডগুলি একটি ছবির আকারে আসে পিডিএফ ফরম্যাটে। কিন্তু এই ক্ষেত্রে জালিয়াতরা APK ফর্মে ওয়েডিং কার্ড পাঠাচ্ছে। যার ফলে একবার কার্ডে ক্লিক করলেই APK ফাইল আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। যার ফলে ফোনের নিয়ন্ত্রণ চলে যাবে ঠগদের হাতে।
এরপরই ফাঁকা হবে আপনার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট
অনেকে এই ধরনের অজানা কার্ড ইনস্টল করেন না। যদিও অনেক সময় ভুল করে অসাবধানতাবশত এই ধরনের লিঙ্ক ক্লিক করে ফেলি আমরা। সেই ক্ষেত্রে ফোনের নিয়ন্ত্রণ চলে যায় স্ক্যামারদের হাতে। সেই ক্ষেত্রে ফোনের কল লিস্ট, মেসেজ ছাড়াও সব ধরনের ডেটা অ্যাক্সেস করতে পারে স্ক্যামাররা। যে কারণে দূর থেকেই আপনার ফোনের মাধ্যমে খালি করতে পারে আপনার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট। আপনার অজান্তেই টাকা তুলে নিতে পারবে জালিয়াতরা। তাই ভুল করেও এই ধরনের অচেনা হোয়াটসঅ্য়াপ বিয়ের কার্ডে ক্লিক করবেন না, তাহলেই সর্বনাশ !
আরও পড়ুন : Traffic Rules: গাড়ি, বাইকের নম্বর প্লেটে স্লোগান লিখে রেখেছেন ? জরিমানা ছাড়াও হবে জেল