Gold Rate: সোনার দাম এবার অনেকটাই কমে গেল। গতকাল থেকেই কমতে শুরু করেছে দাম। এই সপ্তাহের শুরুতে সোনার দাম অনেকটা বেড়ে গেলেও তারপরে দাম ফের কমতে শুরু করেছে। ২৪ ক্যারাট, ২২ ক্যারাট সোনার দামে এবার পতন এসেছে। বিয়ের অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্যই হোক কিংবা ভবিষ্যতের বিনিয়োগের জন্যই হোক, সোনা (Gold Price Today) অনেকেরই পয়লা পছন্দ। তাই তাঁরা চোখ রাখেন রাজ্যে প্রতিদিনের সোনার দরে (Gold Price Today)। সপ্তাহের শুরুতে গতকাল সোমবার ফের দাম বেড়ে গিয়েছিল সোনার। তবে দাম যেমনই হোক, বিয়ের মরশুমে সোনার চাহিদা তো থাকবেই। আজ মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারির বাজারে সেই দাম বাড়ার ধারা অব্যাহত রয়েছে। আজ দেখে নেওয়া যাক সোনার দাম কত হল।   

আজকের সোনার দাম (২৭ ফেব্রুয়ারি ২০২৫)                  

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৮৫৭৮
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৮১৫০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৭৮০৫
১৮ ক্যারেট ১ গ্রাম ৬৬৯০
রুপো (৯৯৯) ১ কেজি ৯৪,৮৯৭

সোনার দাম বাড়া বা কমা অনেক কিছুর উপর নির্ভর করে।  আন্তর্জাতিক বাজারের সঙ্গে সরাসরি সম্পর্কিত সোনা রুপোর দাম। সোনার একাধিক প্রকার রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন। এরপর সামান্য খাদ মিশয়ে তৈরি হয় গয়নার সোনা, যা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হিরে বা পাথর সেটিংয়ের গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।                                    

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )

আরও পড়ুন: Blume Ventures Report: ১০০ কোটি মানুষের কাছে খরচের ক্ষমতাই নেই, মধ্যবিত্ত সঙ্কটে ! ফের চিন্তা বাড়াল এই রিপোর্ট