Gold Rate: সোনার দাম আজ শনিবারে এসে আবার বদলে গেল। গতকালের থেকে আজ আরও বাড়ল সোনার দাম। এই শীতের মরশুমে দাম কি এবার ৮০ হাজার পেরিয়ে যাবে ? আজ ২৪ ক্যারাট সোনার দাম ছুঁয়েছে গ্রামে ৭৭৬৯ টাকার সীমা, অন্যদিকে গয়নার সোনা বা ২২ ক্যারাটের দাম (Gold Silver Rate) পড়বে গ্রামে ৭৩৮৫ টাকা। এই সপ্তাহের শুরু থেকেই দাম বেড়ে চলেছে সোনার। গত সপ্তাহে তবু সস্তায় সোনা কেনার (Gold Price) সুযোগ ছিল, কিন্তু এবার আর সেই সুযোগ পাওয়া যাবে না। পরে দাম আরও বাড়ার কথা, তাই এখনই কিনে রাখার পরিকল্পনা থাকলে দেখে নিন আজ কত টাকা খরচ হবে আপনার।
আজকের সোনার দর (২৩ নভেম্বর, ২০২৪, শনিবার )
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭৭৬৯ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৭৩৮৫ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৭০৭০ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৬০৬০ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৯১,১৮৩ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)
সোনার দামে ওঠানাম হয় চাহিদার কারণে
আসলে সোনার দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সরাসরি সম্পর্কিত। যখন মার্কিন ডলারের মূল্য অন্যান্য দেশের মুদ্রার তুলনায় বেড়ে যায় , তখন সোনার দাম কমতে থাকে। তার কারণ হল, তখন ক্রেতা দেশগুলিকে সোনা কিনতে বেশি দাম দিতে হয়। তার ফলে সোনা ক্রয়কারী দেশগুলি তাদের সোনা কেনা কমিয়ে দেয় । আর অর্থনীতির নিয়ম অনুসারে, চাহিদা কমে গেলে , স্বাভাবিকভাবেই সোনার দাম কমে যায়।
সোনার বিশুদ্ধতা
সোনার একাধিক ভাগ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় সাধারণত বার ও কয়েন হয়ে থাকে। গয়নার সোনা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Adani Group Stocks: একদিনেই ঘুরে দাঁড়াল আদানি গ্রুপের এই ৬ শেয়ার, সোমে কি আরও মুনাফা দেবে ?