নয়াদিল্লি: এ বছরের ৩১ মার্চই আয়কর রিটার্ন (Income Tax Return) দাখিলের শেষ দিন। গত বছরের ৩১ ডিসেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল। এরপর আয়কর রিটার্ন দাখিলের দিন বাড়ানো হয়। এ বছরের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে বলে জানানো হয়। এরপর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শেষ দিন বাড়িয়ে করা হয় ৩১ মার্চ। এর মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করলে জরিমানা হতে পারে। সমস্যাতেও পড়তে হতে পারে করদাতাদের।


আয়কর রিটার্ন দাখিল না করলে জরিমানা


৩১ মার্চের মধ্যে কেউ আয়কর রিটার্ন দাখিল না করলে ১৯৬১ সালের আয়কর আইনের (Income Tax Act, 1961) ২৭০ ধারা অনুসারে ৫০ শতাংশ অর্থ পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন পেরিয়ে যাওয়ার পর রিটার্ন দাখিল করার দিন পর্যন্ত যতদিন হবে, ততদিনের হিসেবে সুদ দিতে হতে পারে। আয়কর আইনের ২৩৪ এফ ধারায় ২০২১-এর ৩১ ডিসেম্বরের পর যাঁরা আয়কর রিটার্ন দাখিল করবেন, তাঁদের ৫,০০০ টাকা জরিমানা দিতে হতে পারে। যাঁদের আয় প্রতি বছর পাঁচ লক্ষ টাকার বেশি, তাঁদের ক্ষেত্রেই জরিমানা ধার্য করা হবে। যাঁদের বার্ষিক আয় পাঁচ লক্ষ টাকার কম, তাঁদের ক্ষেত্রে জরিমানা হবে এক হাজার টাকা। যদি কেউ আয়কর রিটার্ন দাখিল না করেন, তাহলে অতিরিক্ত যে কর দেওয়া হয়েছে, তার রিফান্ডের ক্ষেত্রে সুদ পাওয়া যাবে না।


আধার-প্যান লিঙ্ক (Aadhar-PAN Link)


কেউ যদি এখনও আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন, তাহলে ৩১ মার্চের মধ্যেই করে নিতে হবে। না হলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এবং ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।


ব্যাঙ্কের কেওয়াইসি


রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী, ৩১ মার্চের মধ্যে সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্টের কেওয়াইসি (KYC) ফের সম্পূর্ণ করে ফেলতে হবে। নতুন করে কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ না করলে সমস্যা হতে পারে।


আগাম কর


যাঁদের বেতন ছাড়াও আয়ের অন্যান্য উৎস আছে, তাঁদের যদি ১০ হাজার টাকার বেশি কর দিতে হয়, তাহলে তাঁরা ৩১ মার্চের মধ্যে আগাম কর (Advance Tax) দিতে পারেন।