Business: এতদিন বিশ্বের সবচেয়ে বড় অফিস বিল্ডিংয়ের (Big Box Office)  শিরোপা ছিল পেন্টাগনের (Pentagon) দখলে। এই বার সেই খেতাব আসতে চলেছে ভারতের কাছে। বিশ্বের সবচেয়ে বড় অফিস বিল্ডিং তৈরি হচ্ছে ভারতে। গুজরাতের সুরাতে তৈরি হচ্ছে এই ভবন। 


এমনিতেই দেশের মধ্যে সুরাতকে হীরা ব্যবসার কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়। আগামী দিনে এই ভবনটি হীরা ব্যবসার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। তবে সহজ ছিল না এই ইমারত তৈরির কাজ। চার বছর লেগেছে এই ভবনের কাজ শেষ করতে। উল্লেখ্য, বিশ্বের ৯০ শতাংশ হীরে তৈরির কাজ হয় সুরাতে। পরিসংখ্যান বলছে, গত ৮০ বছর ধরে বিশ্বের বৃহত্তম অফিসের মুকুট ছিল পেন্টাগনের কাছে। এবার শিরোপা পেতে চলেছে, 'সুরাত ডায়মন্ড বোর্স'-এর কাছে।


Surat: সুরাত ডায়মন্ড বোর্স আসলে কী ?
সুরাত ডায়মন্ড বোর্সের নাম দেওয়া হয়েছে এই অপূর্ব ভবন। বিশ্বের রত্ন রাজধানী হিসাবে বিখ্যাত সুরাতের এই বিল্ডিংটিকে 'ওয়ান স্টপ ডেস্টিনেশন' হিসেবে ডিজাইন করা হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে,এই ভবনে মোট ১৫তলা রয়েছে যা ৩৫ একর জুড়ে বিস্তৃত।  হীরে ব্যবসার সঙ্গে সম্পর্কিত সব পালিশের কর্মী, কাটার ও ব্যবসায়ীদের জন্য এই জায়গা তৈরি করা হয়েছে। 


World Largest Office: প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এই ভবনের
এই বিল্ডিংটি নয়টি আয়তক্ষেত্রাকার কাঠামোর আকারে তৈরি। সেগুলি সেন্ট্রালি একে অপরের সঙ্গে যুক্ত।  ভবন নির্মাণকারী সংস্থার দাবি, এই ভবনে মোট ৭.১ মিলিয়ন বর্গফুটের বেশি জমি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৩ সালের নভেম্বরে এই ভবনটি উদ্বোধন করবেন৷ এই দুর্দান্ত ভবনটি গড়তে চার বছর লেগেছে৷


Surat: ব্যবসায়ীদের জন্য এটি অতি গুরুত্বপূর্ণ স্থান 
এসবিডি ওয়েবসাইট অনুসারে, কমপ্লেক্সে মোট 20 লক্ষ বর্গফুট জুড়ে একটি বিনোদন এবং পার্কিং এলাকা রয়েছে। এসডিবি ডায়মন্ড বোর্স কোম্পানি আইন, 2013 এর ধারা 8 এর অধীনে নিবন্ধিত একটি অলাভজনক সংস্থা। প্রকল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা মহেশ গারভি বলেছেন যে নতুন বিল্ডিং কমপ্লেক্স হাজার হাজার হীরা ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে প্রমাণিত হবে। এটি ব্যবসায়ীদের তাদের ব্যবসা বাড়াতে সাহায্য করবে এবং এটি তাদের প্রতিদিনের ট্রেনে ভ্রমণ থেকে মুক্তি দেবে।


World Largest Office: কোম্পানিগুলি অফিস কিনেছে
সুরাত ডায়মন্ড বোর্সের নকশা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতার পরে ভারতীয় সংস্থা মরফোজেনেসিস নিজেই ডিজাইন করেছে। এই সংস্থার প্রধান মহেশ গারভি বলেন, ''আমরা যখন এই বিল্ডিং তৈরি করছিলাম তখন ভাবিনি যে আমরা আমেরিকার পেন্টাগনকে পিছনে ফেলে দেব। আমরা এটি শুধুমাত্র ব্যবসায়ীদের সুবিধার জন্য তৈরি করেছি।'' পাশাপাশি তিনি আরও জানান, হীরা ব্যবসার এই হাবে হীরের প্রতিষ্ঠানগুলো ভবন নির্মাণের আগেই তাদের অফিস কিনে নিয়েছে।


আরও পড়ুন: Stock Market: নতুন রেকর্ড গড়ল বাজার,সকালে উত্থান;দুপুরেই কি পতন ? কোথায় রয়েছে মেজর সাপোর্ট ?