Food Brand: এই বছর ২০২৪ সালে ব্র্যান্ড ফিনান্স ফুড অ্যান্ড ড্রিঙ্কস রিপোর্ট প্রকাশ পেয়েছে এবং সেই রিপোর্টে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বিশ্বের সবথেকে শক্তিশালী ফুড ব্র্যান্ড হিসেবে তালিকার শীর্ষে উঠে এসেছে দুটি ভারতীয় ব্র্যান্ডের (Top 10 Food Brand) নাম। আর এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল এই দুই ব্র্যান্ডের মধ্যে একটি ভারতীয় ব্র্যান্ড এই বিশ্বসেরা ফুড ব্র্যান্ডের (World Top Food Brand) তালিকায় একেবারে প্রথম স্থান পেয়েছে। নয়া রেকর্ড গড়েছে ভারত। ২০২৪ সালের সারা বিশ্বজুড়ে শক্তিশালী ফুড ব্র্যান্ডের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড আমূল।  


আমূল এখন শীর্ষস্থানে


ব্র্যান্ড স্ট্রেন্থ ইনডেক্স অনুসারে আমূল এখন সারা বিশ্বের শক্তিশালী ফুড ব্র্যান্ডগুলির তালিকায় শীর্ষে, ১০০ নম্বরের মধ্যে ৯১.১ পেয়েছে আমূল সংস্থা। এই সংস্থার ব্র্যান্ড ভ্যালু এখন ৩.৩ বিলিয়ন ডলার। এমনকী এই আমূল সংস্থা সম্প্রতি এএএ+ রেটিংও পেয়েছে। এই রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এই আমূল সংস্থার এত বিপুল সাফল্যের মূলে আছে মানুষের বিশ্বাস, চাহিদা, গ্রাহকদের মধ্যে রেকমেন্ডেশন। আমূলের পণ্যের গুণগত মান, গ্রাহকদের সঙ্গে এই সংস্থার গভীর সম্পর্ক এই শীর্ষস্থান পেতে সাহায্য করেছে আমূলকে।


সেরা ১০-এর মধ্যে আছে ব্রিটানিয়াও


ভারতের আরেকটি ফুড ব্র্যান্ড উঠে এসেছে এই বিশ্বসেরা ফুড ব্র্যান্ডের তালিকায়। এই সংস্থার নাম ব্রিটানিয়া। আমূল যেখানে রয়েছে প্রথম স্থানে, সেখানে ব্রিটানিয়া রয়েছে চতুর্থ স্থানে। এই সংস্থা মূলত এর বিস্কুট, কেক ও দুগ্ধজাত পণ্যের জন্য বিখ্যাত। এই সংস্থাটিও তাদের পণ্যের গুণগত মান ও গ্রাহকদের সঙ্গে গভীর সম্পর্কের কারণে তালিকার শীর্ষে উঠে এসেছে।


অন্য ব্র্যান্ডের কোথায় স্থান


এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকান চকলেট কোম্পানি হার্শে যারা কিনা উন্নতমানের চকলেট পণ্য উৎপাদন করে থাকে। এছাড়া ডোরিটোস ও চিটোসের মত ব্র্যান্ডও রয়েছে এই সেরা দশের তালিকায়। ভারতীয় ব্র্যান্ডের চাহিদা ও মান ধীরে ধীরে উন্নত হচ্ছে। আমূল এবং ব্রিটানিয়া এই দুই ভারতীয় ফুড ব্র্যান্ড সারা বিশ্বের মধ্যে সেরা ও শক্তিশালী ফুড ব্র্যান্ড হিসেবে স্থান পেয়েছে। পণ্যের গুণমান ও কাস্টমার সার্ভিসের হিসেবে বিশ্বের দরবারে ভারতীয় ফুড ব্র্যান্ডের মানও অনেক বৃদ্ধি পেয়েছে।



আরও পড়ুন: Share Market Opening: বাজার খুলতেই ৮১ হাজার পেরোল সেনসেক্স, দাম বাড়ছে এই স্টকগুলির