Layoffs 2023: মাইক্রোসফট, গুগল, ডিজনির পর এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল টেক জায়ান্ট ইয়াহু (Yahoo Layoffs 2023)। বিশ্বের অন্য়তম বড় এই প্রযুক্তি সংস্থা জানিয়েছে, শীঘ্রই ১৬০০ কর্মীকে সরাবে কোম্পানি।
Yahoo Layoffs 2023: চিন্ত বাড়ল এই কর্মীদের
২০২৩ সালে বিশ্বজুড়ে ছাঁটাই অভিযানে এবার নাম লেখাল ইয়াহু। মোট কর্মীর ২০ শতাংশ ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি(Yahoo Layoffs)। এই সিদ্ধান্তে কমপক্ষে ১৬০০ কর্মচারীকে প্রভাবিত করবে। বৃহস্পতিবার, সংস্থাটি তার ১২ শতাংশ কর্মীকে মেল মারফত এই খবর দিয়েছে। কোম্পানিতে কমপক্ষে ১২ শতাংশ অর্থাৎ ১০০০ কর্মীকে ছাঁটাই করা হবে। বাকি ৮ শতাংশ কর্মচারী অর্থাৎ ৬০০ জন আগামী ৬ মাসের মধ্যে চাকরি হারাবে।
Tech News: মোট ১৬০০ কর্মচারীর চাকরি দোতাটায়
ইতিমধ্য়েই চাকরির খবরের বিষয় স্পষ্ট করেছে ইয়াহু। কোম্পানি জানিয়েছে, সংস্থার ২০ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে। সেক্ষেত্রে মোট ১ হাজার ৬০০ জনের চাকরিতে সরাসরি প্রভাব পড়বে। পাশাপাশি Yahoo-র ৫০ শতাংশেরও বেশি প্রযুক্তি কর্মী এই ছাঁটাই দ্বারা প্রভাবিত হবেন৷ ইয়াহুর সিইও জিম ল্যানজোন একটি সাক্ষাত্কারে জানিয়ছেন, এই ছাঁটাই বিশ্ব মন্দার কারণে নয়, ইয়াহুর লোকসানে চলা ইউনিটগুলির ক্ষতিপূরণ দেওয়ার জন্যই এই ছাঁটাই অভিযানে নেমেছে কোম্পানি।
Disney Layoffs: সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের কথা বলেছে ডিজনিও (Disney)। বিনোদন দুনিয়ার এই সংস্থা সম্প্রতিই ঘোষণা করেছে , খরচ নিয়ন্ত্রণের জন্য কর্মী ছাঁটাই (Layoffs) করা হবে। ডিজনি সংস্থার সিইও Bob Iger জানিয়েছেন অন্তত ৭০০০ কর্মী চাকরি খোয়াতে পারেন এই ছাঁটাইয়ের ধাক্কায়। বিভিন্ন বিভাগ থেকে চলবে ছাঁটাই প্রক্রিয়া। তবে ডিজনি সংস্থার নির্দিষ্ট কোন কোন বিভাগে ছাঁটাইয়ের প্রভাব পড়বে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। ডিজনি সংস্থার সাম্প্রতিক ত্রৈমাসিক আয় ঘোষণার পরই এই বড় সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।
আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশেই চলছে কর্মী ছাঁটাই। বড় বড় প্রযুক্তি সংস্থাগুলি একধাক্কায় ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু করেছে। কোন কোনও সংস্থায় গতবছর অর্থাৎ ২০২২ সাল থেকেই চলছে ছাঁটাই প্রক্রিয়া। এই বছরেও ওই সংস্থাগুলিতে চালু রয়েছে কর্মী ছাঁটাই। এবার সেই দলেই নাম জুড়েছে ডিজনি সংস্থাও।
Zoom: কর্মী ছাঁটাই (Layoffs) হচ্ছে জুম ভিডিও কমিউনিকেশন (Zoom Video Communications) সংস্থায়। কোভিডকালে বিশেষ করে লকডাউনের সময় বিভিন্ন কাজের জন্য প্রায় সকলে জুম কলের সঙ্গে পরিচিত হয়ে গিয়েছিলেন। সেই সংস্থাতেই এবার কর্মী ছাঁটাই হয়েছে। রয়টার্সের রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৩০০ কর্মী চাকরি খুইয়েছেন। জুম ভিডিও কমিউনিকেশন সংস্থার দাবি, করোনার প্রকোপ কমার সঙ্গে সঙ্গে তাদের ভিডিও কনফারেন্সিং পরিষেবার চাহিদাও কমেছে। প্রায় ১৫ শতাংশ ওয়ার্কফোর্স একধাক্কায় কমিয়ে দিয়েছে এই ভিডিও কনফারেন্সিং সংস্থা।