Yamaha YZF R15M: ইয়ামাহা মোটর প্রাইভেট লিমিটেড ভারতে তার ফ্ল্যাগশিপ 155 সিসি মোটরসাইকেল YZF R15M এর ওয়ার্ল্ড জিপি 60 তম বার্ষিকী সংস্করণ চালু করেছে। বাইকটিকে আরও স্টাইলিশ করতে আইকনিক সাদা ও লাল স্পিড ব্লক কালার স্কিম দেওয়া হয়েছে এই দু-চাকায়। Yamaha YZF R15M ওয়ার্ল্ড জিপি সংস্করণের দাম শুরু হচ্ছে 1,88,300 টাকা থেকে।


YamahaYZF R15M: কী থেকে নতুন এডিশনের ভাবনা
YamahaYZF R15M হল World GP-এর 60তম বার্ষিকী সংস্করণ। ইয়ামাহার এই বাইকের বিশেষ সংস্করণে রয়েছে সোনালি অ্যালয় হুইল ও সোনালি টিউনিং ফর্ক। এছাড়া কালো লিভার দেখতে পাবেন বাইকে। বাইকের ফুয়েল ট্যাঙ্কে বিশেষ ব্যাজিং দেওয়া হয়েছে। এই নতুন এডিশন প্রসঙ্গে ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান ইশিন চিহানা বলেন, ''YZF-R15M কেবল আমাদের রেসিং ঐতিহ্যের স্মারক নয়, YZF-R15M একটি মাইলফলক। এই বাইক ইয়ামাহাকে 500টিরও বেশি ওয়ার্ল্ড গ্র্যান্ড প্রিক্স রেসে জয়ী করেছে। তিনি বলেন যে কোম্পানি ভবিষ্যতেও 'দ্য কল অফ দ্য ব্লু' -র নামে বিশেষ মডেল দিয়ে রেসিং প্রেমীদের উৎসাহিত করবে।''


YZF-R15M Update: কী ইঞ্জিন দেওয়া হয়েছে
YamahaYZF-R15M ওয়ার্ল্ড জিপি সংস্করণের ইঞ্জিনকে আগের থেকে আরও শক্তিশালী করা হয়েছে। এটি একটি 155 cc, 4-স্ট্রোক, লিকুইড কুলড, SOHC, 4-ভালভ ইঞ্জিনে চলে। 10,000 rpm-এ 18.4 PS সর্বোচ্চ শক্তি ও 7,500 rpm-এ 14.2 Nm পিক টর্ক জেনারেট করে এই বাইক৷ এতে একটি 6-স্পিড গিয়ারবক্স পাবেন।


Yamaha YZF-R15M Update: কী অ্যাডভান্স ফিচার বাইকে ?
স্ট্যান্ডার্ড ফিচারের পাশাপাশি অনেক অ্যাডভান্স ফিচারও দেওয়া হয়েছে নতুন এডিশেনে। বাইকে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, গোল্ডেন আপসাইড-ডাউন ফ্রন্ট, YZF-R1 সহ গিয়ার শিফট ইন্ডিকেটর, ট্র্যাক ও স্ট্রিট মোড সহ LCD ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মতো বৈশিষ্ট্য রয়েছে। বাইকটিতে ব্লুটুথ সক্ষম ইয়ামাহা বাইক কানেক্ট অ্যাডভান্স ফিচারও পাবেন ক্রেতা।


Yamaha YZF-R15M Update: দাম বেড়েছে বাইকের


আমরা আপনাকে বলি যে এই বছর ইয়ামাহা R15 V4 সহ তার অনেক বাইকের দাম বাড়িয়েছে। শুধু তাই নয়, চলতি মাসের এপ্রিলে আবারও দাম বাড়িয়েছে কোম্পানিটি। নতুন দামের সাথে, ভারতে R15 V4 রেঞ্জের দাম 1.76 লক্ষ টাকা থেকে 1.86 লক্ষ টাকা (এক্স-শোরুম) হয়েছে।


আরও পড়ুন: Upcoming sedans In India: এসইউভির বাজারে ফিরছে সেডান, ভারতে আসছে হোন্ডা হাইব্রিড ছাড়াও আরও দুই কার