Continues below advertisement

 

 

Continues below advertisement

Swami Ramdev : পতঞ্জলি দিচ্ছে সুস্থ জীবনের চিন্তধারা। যোগ ও আয়ুর্বেদের ওপর ভিত্তি করে গড়ে তোলা হচ্ছে সুস্থা সমাজ। পতঞ্জলি যোগাপীঠ দাবি করছে ,সংস্থার ‘আধ্যাত্মিক মিশনের’ লক্ষ্যে তারা প্রাচীন ভারতীয় ঐতিহ্য যোগ ও আয়ুর্বেদকে আধুনিক জীবনযাত্রার সঙ্গে যুক্ত করেছে। আজ যার উপকার পাচ্ছে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ। সুস্থ ও সুষম জীবনযাপনের পথে অনুপ্রাণিত হচ্ছে তারা।

কী বলছে কোম্পানি

পতঞ্জলির দাবি, সংগঠন কেবল যোগাসনপ্রাণায়ামের মাধ্যমে শারীরিক স্বাস্থ্যকে শক্তিশালী করছে না, পাশাপাশি আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে মানসিক শান্তি ও নৈতিক মূল্যবোধকেও পুনরুজ্জীবিত করছে। এখন, লক্ষ লক্ষ মানুষ দেশীয় পণ্য ও প্রাকৃতিক থেরাপি গ্রহণ করছে, রাসায়নিক ওষুধের উপর তাদের নির্ভরতা কমছে।

কী করতে চাইছে পতঞ্জলি

পতঞ্জলির তরফে বলা হয়েছে, "এই আধ্যাত্মিক মিশনটি মহর্ষি পতঞ্জলির যোগসূত্রের উপর ভিত্তি করে তৈরি, যা 'যোগাশ্চিত্তবৃত্তিনিরোধাঃ' নীতি দ্বারা অনুপ্রাণিত হয়ে মনের অস্থিরতা দূর করার ওপর জোর দেয়। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হরিদ্বার-ভিত্তিক যোগপীঠে যোগ শিবিরে অংশগ্রহণ করে। যেখানে বাবা রামদেবের শিবির আধ্যাত্মিকতাকে দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করেছে। যোগ কেবল শরীরের জন্য একটি ব্যায়াম নয়, বরং আত্মার জন্য পুষ্টির কাজ করে ।"

কাদের ওপর প্রভাব ফেলেছে

পতঞ্জলি দাবি করেছে, "এই অভিযান গ্রামীণ ভারত থেকে শুরু করে শহুরে মধ্যবিত্ত শ্রেণির মানুষদের ওপর প্রভাব ফেলেছে। পতঞ্জলি আয়ুর্বেদের ভেষজ ওষুধ, জৈব খাদ্য এবং প্রসাধনী পণ্য বাজারে বিপ্লব এনেছে। ২০২৪ সালে পতঞ্জলি ৫০ লক্ষেরও বেশি পরিবারকে বিনামূল্যে যোগ কিট বিতরণ করেছে, যা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো রোগের ৩০% হ্রাস রেকর্ড করেছে, যা সংস্থার তথ্য থেকে স্পষ্ট।"

কোম্পানির দাবি, "এই অভিযান কেবল স্বাস্থ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। পতঞ্জলি 'স্বদেশি আন্দোলন'কে একটি আধ্যাত্মিক মাত্রা দিয়েছে, যেখানে গ্রাহকদের বিদেশি পণ্য বর্জন করতে এবং ভারতীয় সংস্কৃতি গ্রহণ করতে উৎসাহিত করা হয়। নারী ও যুবকদের জন্য বিশেষ কর্মসূচি, যেমন 'মহিলা সশক্তিকরণ যোগ শিবির' এবং 'যুব জাগরণ যাত্রা', লক্ষ লক্ষ মানুষকে ক্ষমতায়িত করেছে।"

বিশেষজ্ঞদের প্রশ্ন

এর মধ্যেও কিছু বিশেষজ্ঞ পতঞ্জলির পণ্যের বৈজ্ঞানিক যাচাই নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে পতঞ্জলি দাবি করছে, কোম্পানির সব পণ্য আয়ুষ মন্ত্রকের মানদণ্ডের উপর ভিত্তি করে তৈরি। ভবিষ্যতে, পতঞ্জলির 'গ্লোবাল যোগ দূতাবাস' প্রকল্প লক্ষ লক্ষ মানুষকে সংযুক্ত করবে, আধ্যাত্মিক পর্যটনকে উৎসাহিত করবে।