Zomato News Update: ভাল যাচ্ছে না সময়। কোম্পানির শেয়ার তলানিতে যাওয়ার পর এবার খোদ জ্যোম্যাটো ছাড়লেন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা। যার মারাত্মক প্রভাব পড়তে পারে কোম্পানির বিনিয়োগকারীদের ওপর।


Share Market: ফের বড় ধাক্কা জোম্যাটোতে
এবার পদত্যাগ করলেন Zomato-র সহ-প্রতিষ্ঠাতা মোহিত গুপ্ত। সম্প্রতি স্টক এক্সচেঞ্জের রেগুলেটরি ফাইলিংয়ে এই তথ্য জানিয়েছে কোম্পানি। গত সাড়ে চার বছর ধরে কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন মোহিত গুপ্ত। তবে এই প্রথম নয়, মোহিত গুপ্তার পদত্যাগের আগে প্রাক্তন কর্মকর্তা রাহুল গাঞ্জু ও সিদ্ধার্থ ঝাওয়ার কোম্পানি থেকে পদত্যাগ করেছিলেন। মোহিত গুপ্ত ২০১৮ সালে এই কোম্পানিতে  যোগ দেন। ২০২১ সালে তিনি সহ-প্রতিষ্ঠাতা হিসাবে কোম্পানির দায়িত্বে উন্নীত হন। Zomato-তে যোগ দেওয়ার আগে মোহিত গুপ্তা ভ্রমণ পোর্টাল Makemytrip-এর চিফ অপারেটিং অফিসার (COO) ছিলেন।


Zomato News Update: যাওয়ার সময় কী বলেছেন গুপ্তা ?
মোহিত গুপ্ত তার বিদায়ী নোটে বলেছেন, ''সাড়ে চার বছর আগে আমি সেরা ফুডটেক কোম্পানি তৈরি করতে দীপেন্দর গোয়েলের সঙ্গে হাত মিলিয়েছিলাম। আমি শুধু বলতে পারি যে, মহামারী ও কঠিন প্রতিযোগিতা সত্ত্বেও আমরা একটি বড় ও লাভজনক কোম্পানি তৈরি করতে পেরেছি।'' পুরনো সহকর্মী ছেড়ে যাওয়ার সময় বার্তা দিয়েছেন দীপেন্দ্র গোয়েলও। মোহিত গুপ্তের প্রশংসা করে তিনি বলেছেন,'' আপনি এখানে একটি দুর্দান্ত কাজ করেছেন, কোম্পানিকে লাভের নতুন উচ্চতায় নিয়ে গেছেন। আমি গুপ্তকে মিস করব।''


Zomato News Update: কী হাল হয়েছে জোম্যাটোর শেয়ারের ?
২০২১ সালের জুলাইয়ে ভারতের শেয়ার বাজারে আসে জোম্যাটোর আইপিও। যেখানে একটি বড় ভূমিকা পালন করেছিলেন মোহিত গুপ্ত। Zomato স্টক এক্সচেঞ্জে একটি দুর্দান্ত শুরু করেছিল। ৭৬ টাকার আইপিও সহ শেয়ার ১৬৯ টাকার স্তরে পৌঁছে যায়। কিন্তু এই মুহূর্তে স্টকটি তার আইপিও মূল্য ৭৬ টাকার নিচে লেনদেন করছে। প্রকৃতপক্ষে তালিকাভুক্তির এক বছর পূর্ণ হওয়ার পরে বড় বিনিয়োগকারীরা শেয়ারটি বিক্রি করেছিলেন। যে কারণে স্টকটির দরে পতন দেখা গেছে। ২০২২-২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে Zomato-র লোকসান কমেছে।  এটি ৪৩৪.৯ কোটি টাকা থেকে ২৫০.৮ কোটি টাকায় নেমে এসেছে।


আরও পড়ুন: 7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর ! বাড়তে পারে আরও এক ভাতা