Zomato Intercity Service: ভারতে দিন দিন অনলাইনে খাবার অর্ডার করার প্রবণতা বেড়েই চলেছে। আর সেই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলিও তাদের পরিষেবা আরও মজবুত করে তুলছে ক্রমশ। ভারতের মধ্যে অনলাইন ফুড ডেলিভারির (Zomato Food Delivery) ব্যবসায় সবথেকে বেশি মার্কেট শেয়ার আছে জোমাটো আর সুইগির। দিল্লি এনসিআর এবং অন্যান্য এলাকায় তাদের পছন্দের রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার (Zomato Intercity Legends) করতে পছন্দ করেন অনলাইনে।
যাতে গ্রাহকরা তাদের অ্যাপেই খাবার অর্ডার করেন, সেই জন্য খাবারের উপর অনেক ধরনের ছাড় দিয়ে থাকে সংস্থাগুলি। এছাড়াও অনলাইন পেমেন্টের ক্ষেত্রে গ্রাহকরা বহু ব্যাঙ্ক অফারও পেয়ে থাকেন। ফলে বিশেষ কিছু সুবিধে দিয়ে গ্রাহক আকর্ষণের চেষ্টা করে থাকে এই অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলি। এরই মাঝে জোমাটো তাঁর পুরনো একটি পরিষেবা (Zomato Food Delivery) চালু করেছে। এর নাম ছিল ইন্টারসিটি লেজেন্ডস। এর মাধ্যমে মুম্বইতে বসেই কেউ চাইলে দিল্লির কোনও রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করতে পারেন। আর সেই অর্ডার তাঁর পরের দিন ঠিক সময়ে পৌঁছে যাবে আপনার বাড়িতে।
এর আগেও এই পরিষেবা দিয়েছে জোমাটো
এর আগে জোমাটো একটি হাইপারলোকাল ফুড ডেলিভারি পরিষেবা চালুও করেছিল আবার তা বন্ধও করে দিয়েছিল। ২০২২ সালে জোমাটো শুরু করেছিল এমন এক ফুড ডেলিভারি পরিষেবা যার নাম ছিল ইন্টারসিটি ফুড ডেলিভারি। এর জন্য সংস্থা এমনভাবে অ্যাপের ডিজাইন করেছিল, যা এখন আর গুগল প্লে স্টোরে পাওয়া যায় না।
পরে এই পরিষেবা বন্ধ করে দেয় জোমাটো। তারপর গ্রাহকদের নোটিফিকেশনে দেখাত যে ২০২৪ সালের এপ্রিলে আবার এই পরিষেবা চালু হবে। এরই মধ্যে হাইপারলোকাল পার্সেল ডেলিভারি সার্ভিস শুরু করেছে জোমাটো, ওলা ক্যাবের সঙ্গে যৌথ উদ্যোগে। দিল্লি এনসিআর, বেঙ্গালুরুতে এই পরিষেবা শুরু হয়েছিল। যদিও তা এখন বন্ধ রয়েছে।
ইন্টারসিটি লেজেন্ডস কীভাবে কাজ করবে
গ্রাহকদের এই অ্যাপে ন্যূনতম ৫০০০ টাকার অর্ডার করতে হবে ইন্টারসিটি পরিষেবা পেতে হলে। সম্প্রতি বেঙ্গালুরু, দিল্লি এনসিআর, মুম্বইতে এই পরিষেবা চালু করেছে জোমাটো। তবে গ্রাহকদের সন্ধে ৭টার মধ্যে অর্ডার করতে হবে এবং সেই খাবার পৌঁছাবে পরেরদিন।
আরও পড়ুন: Gold Price: সপ্তাহের শেষে সোনা কিনতে কত খরচ হবে ? দাম কি আবার বাড়ল ? দেখুন রেটচার্টে