Zomato Food Delivery: ভারতের মধ্যে অন্যতম বিখ্যাত অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জোমাটো (Zomato) এবার খাবার ডেলিভারি ছাড়াও আরও একটি বাড়তি সুবিধে দিতে চলেছে। এবার থেকে শুধু খাবার ডেলিভারি নয়, তার সঙ্গে টাকার লেনদেনও হবে জোমাটোতে। বলা ভাল, জোমাটোর একটি সাবসিডিয়ারি সংস্থায় হবে এই টাকার লেনদেন। জোমাটো পেমেন্টস প্রাইভেট লিমিটেড (Zomato Payments Private Limited) নামে এই সংস্থা সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে পেমেন্ট এগ্রিগেটর হিসেবে অনুমোদনও পেয়ে গিয়েছে।
এই পেমেন্ট সিস্টেমের মাধ্যমে সংস্থা যে কোনও রকম ই-কর্মাস ট্রানসাকশান করতে পারবে। এক্সচেঞ্জ ফাইলিংয়ের সময় এই ফুড-টেক সংস্থা জানিয়েছে, ২০২১ সালের ৪ অগস্ট তাঁদের পূর্বের বিজ্ঞপ্তি অনুসারে Zomato Private Ltd.-এর মালিকানাধীন Zomato Payments Private Limited নামে আরেকটি শাখা পেমেন্ট এগ্রিগেটর এবং প্রি-পেইড পরিষেবা প্রদানকারী ব্যবসায়িক সংস্থা হিসেবে কাজ করবে। আর এই ব্যবসায়িক কাজ শুরু করার জন্য ভারতের রিজার্ভ ব্যাঙ্কের তরফে ২৪ জানুয়ারি ২০২৪ তারিখে অনুমোদনের শংসাপত্র দেওয়া হয়েছে।
এর মধ্য দিয়েই টাটা পে, রেজর পে, ক্যাশফ্রি-র মত সংস্থাদের সঙ্গে এক সারিতে পেমেন্ট লাইসেন্স নিয়ে কাজ করতে পারবে জোমাটো। মূলত এই সমস্ত পেমেন্ট এগ্রিগেটরদের কাজ হল ই-কমার্স ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে কোনও কেনাকাটার সময় গ্রাহকদের থেকে টাকা সংগ্রহ করা। এক্ষেত্রে যিনি ব্যবসায়ী বা যে ব্যবসায়িক সংস্থা তাদের নিজস্ব কোনও পেমেন্ট ইন্টারফেস তৈরি করার দরকার পড়ে না। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে যে সমস্ত পেমেন্ট গেটওয়েগুলিকে (Payment Gateway) একটি নির্দিষ্ট এগ্রিগেটর লাইসেন্স নিতে হবে সমস্ত ধরনের ডিজিটাল পেমেন্ট লেনদেন করার জন্য।
গত বছর এই ফুড ডেলিভারি সংস্থা আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে মিলে নিজেদের একটি ইউপিআই ব্যবস্থা চালু করেছে 'জোমাটো পে' (Zomato Pay) নামে। গুগল পে, ফোন পে, পেটিএম ইত্যাদি অন্যান্য অ্যাপের থেকে টাকা লেনদেনের নির্ভরতা কমানোর লক্ষ্যেই এই 'জোমাটো পে' গড়ে তোলা হয়েছে বলে জানা গিয়েছে। এর মাধ্যমে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে যে মার্চেন্ট চার্জ লাগে তা থেকে বাঁচায়। তবে শুধুমাত্র অনলাইনে জোমাটো কিংবা ব্লিঙ্ক ইটে জিনিসপত্র, খাবার কেনাকাটার ক্ষেত্রে পেমেন্টেই নয়, বরং জোমাটো পে-র সাহায্যে যে কোনও রেস্তোরাঁতে নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে টাকা লেনদেনে সহায়তা করে।
আরও পড়ুন: HDFC ব্যাঙ্কে ১০ শতাংশ অধিগ্রহণ করবে LIC, রিজার্ভ ব্যাঙ্ক দিল অনুমতি, শেয়ার কী পড়বে ?