Health Service: সংস্থার কর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবার নতুন উদ্যোগ নিল ফুড ডেলিভারি প্লাটফর্ম (Online Food Delivery) জোম্য়াটো (Zomato) । এবার কোম্পানি নিয়ে এল 'ক্যাপটিভ ওয়েলনেস ফ্যাসিলিটি' (Captive Wellness Facility) । যাতে উপকৃত হবে সংস্কার ফুড ডেলিভারি বয়রা (Food Delivery)।
বিতর্কের মাঝেই এই সিদ্ধান্তএকদিকে এলঅ্যান্ডটি (লার্সেন অ্যান্ড টুব্রো) চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যমের ৯০ ঘণ্টা কাজ করার বক্তব্য নিয়ে বিতর্ক চলছে। অন্যদিকে, Zomato তার কর্মীদের জন্য এমন একটি পদক্ষেপ নিয়েছে, যা সাধুবাদ পাচ্ছে সামাজিক মাধ্য়মে। সংস্থার সিইও দীপিন্দর গোয়েল এই খবর নিশ্চিত করেছেন। Zomato একটি নতুন 'ক্যাপটিভ ওয়েলনেস ফ্যাসিলিটি' চালু করেছে, যার মাধ্যমে কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের ক্রায়োথেরাপি, রেড লাইট থেরাপি এবং হাইপারবারিক অক্সিজেন থেরাপির মতো আধুনিক চিকিৎসা সুবিধা দেওয়া হবে।
Zomato ওয়েলনেস তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে গয়াল লিখেছেন, "আমরা Zomato-তে আমাদের গ্রুপের স্বাস্থ্যকে সবথেকে বেশি গুরুত্ব দিই। আমাদের সদর দফতরে আমাদের একটি অভ্যন্তরীণ দল আছে। আমাদের নিজস্ব একটি বড় জিম এবং আমাদের নিজস্ব ফিটনেস অফিসার রয়েছে। পিরিয়ড ছুটির সঙ্গে আমাদের একটি জেন্ডার নিউট্রালিটি ও বাবা-মায়ের জন্য লিভ পলিসি রয়েছে।"
গয়াল আরও লিখেছেন, "সম্প্রতি আমরা গুরগাঁওয়ে আমাদের সদর দফতরে একটি ক্যাপটিভ ওয়েলনেস সুবিধার জন্য ওয়েলনেস কো-এর সঙ্গে পার্টনারশিপ করেছি। তিনি জানিয়েছিলেন যে বর্তমানে 200 জনেরও বেশি লোক এই নতুন স্বাস্ত্য সুবিধা ব্যবহার করছেন এবং এটি ব্যবহার করার লোকের সংখ্যা আরও বাড়বে।"
এলএন্ডটি চেয়ারম্যানের কোন বক্তব্য তোলপাড় ?লারসেন অ্যান্ড টুব্রো (এলএন্ডটি) চেয়ারম্যান এসএন সুব্রামণ্যম সপ্তাহে 90 ঘণ্টা কাজ করার পক্ষে মন্তব্য করেন। প্রকৃতপক্ষে, তার কর্মীদের জন্য একটি ভিডিও বার্তায়, সুব্রহ্মণ্য়ম বলেছিলেন যে কর্মীদের রবিবার সহ সপ্তাহে 90 ঘণ্টা কাজ করা উচিত। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন এলঅ্যান্ডটি তার কর্মীদের শনিবারে কাজ করায় ?
এই বিষয়ে সুব্রহ্মণ্যম বলেন, "সত্যি বলতে, আমি দুঃখিত যে আমি কর্মীদের রবিবারে কাজ করাতে পারিনি। যদি আমি আপনাকে রবিবারে কাজ করাতে পারি, তবে আমি আরও খুশি হব। কারণ আমি রবিবারেও কাজ করি।" তিনি আরও বলেন, "ছুটির দিনে বাড়িতে বসে কী করেন? স্ত্রীর দিকে কতক্ষণ তাকিয়ে থাকতে পারেন? স্ত্রীরা কতক্ষণ স্বামীর দিকে তাকাতে পারেন? অফিসে গিয়ে কাজ শুরু করুন।"
Cyber Fraud: অনলাইন ফ্রড থেকে ফোন চুরি ! সমস্যার সমাধানে সরকার আনল সঞ্চার সাথী, আপনার কী সুবিধা ?