Online Food Delivery: দীপাবলীর আগেই পকেটে পড়বে টান। অনলাইনে খাবার অর্ডার করলে দিতে হবে বেশি টাকা। জোমাটো, সুইগি এই ফুড ডেলিভারি (Online Food Delivery) সংস্থাগুলি তাদের প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে দিয়েছে। এখন প্রতি অর্ডারে প্ল্যাটফর্ম ফি (Swiggy Zomato) হিসেবে গ্রাহককে দিতে হবে ১০ টাকা। প্রথমে জোমাটো তাদের প্ল্যাটফর্ম ফি (Platform Fee) বাড়ানোর কথা ঘোষণা করে আর তারপরেই সুইগিও একইভাবে বাড়িয়ে দেয় তাদের প্ল্যাটফর্ম ফি।


বুধবার ২৩ অক্টোবর স্টক এক্সচেঞ্জে একটি সংবাদসূত্রের খবরের সাপেক্ষে জোমাটো একটি বিবৃতি দিয়ে জানায় যে এই উৎসবের মরশুমে অনলাইন ফুড ডেলিভারির পরিমাণ বেড়ে যাওয়ায় এই ফুড ডেলিভারি সংস্থা তাদের প্ল্যাটফর্ম ফি প্রতি অর্ডারে ১০ টাকা বাড়িয়ে দিয়েছে। যেহেতু জোমাটো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একটি সংস্থা, তাই তাদের কাছ থেকে বিবৃতি নেওয়া হয়েছে এই প্ল্যাটফর্ম ফি বাড়ানোর ব্যাপারে।


বৃহস্পতিবার ২৪ অক্টোবর স্টক এক্সচেঞ্জে একটি রেগুলেটরি ফাইলিংয়ে জোমাটো জানিয়েছে যে এই প্ল্যাটফর্ম ফি বাড়ানোর খবর রটনা নয়। কারণ জোমাটো মোবাইল অ্যাপেই প্ল্যাটফর্ম ফি বাড়ানো হয়েছে আর শুধু সংবাদমাধ্যম নয়, দেশের যে কোনো মানুষ এই খবর পেয়ে থাকবেন অ্যাপ ব্যবহার করলে। জোমাটোর পক্ষ থেকে জানানো হয়েছে, 'বুধবার ২৩ অক্টোবর জোমাটো কিছু কিছু শহরে তাদের প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছে। সংস্থা জানিয়েছে এই ধরনের পরিবর্তন ব্যবসারই একটি অঙ্গ। সময়ে সময়ে এই ধরনের কিছু সিদ্ধান্ত নিয়েই থাকে সংস্থা। একটি শহর থেকে অন্য শহরে এই প্ল্যাটফর্ম ফি একেক রকম হতে পারে।


এর আগে জোমাটোতে প্রতি অর্ডারে ৬ টাকা ধার্য হত প্ল্যাটফর্ম ফি হিসেবে। সেই ৬ টাকা থেকে এখন প্ল্যাটফর্ম ফি বেড়ে হয়েছে ১০ টাকা প্রতি অর্ডারে। সুইগি এর আগে প্ল্যাটফর্ম ফি হিসেবে ধার্য করত ৭ টাকা, সেখানে এই সংস্থাও তা বাড়িয়ে ১০ টাকা করেছে প্রতি অর্ডারে।


জোমাটো জানিয়েছে এই উৎসবের মরশুমে ক্রমবর্ধমান অর্ডার সামাল দেওয়ার জন্য এই প্ল্যাটফর্ম ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জোমাটোর খরচ মেটাতে সাহায্য করবে এই বর্ধিত প্ল্যাটফর্ম ফি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Stock To Watch: ITC, Adani Wilmar ছাড়াও এই স্টকগুলিতে আজ বড় খবর, কোনটা বাড়বে কমবে কোন শেয়ার ?