রবীন্দ্র সরোবর থেকে মেঘের আড়াল সরিয়ে সূর্যগ্রহণের খণ্ডচিত্র এবং গাছের ডালে বউ কথা কও পাখি....
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Dec 2019 02:59 PM (IST)
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
সকাল থেকেই ভারত সহ বিভিন্ন দেশে আকাশের দিকে চোখ ছিল অনেকেরই। আজ ছিল এই দশকের শেষ সূর্যগ্রহণ। কলকাতাতেও আংশিক সূর্যগ্রহণ দেখা গেল। এ রাজ্যে বাধ সেধেছিল মেঘ। কিন্তু মেঘের আড়াল সরিয়ে চাঁদের ছায়া ঢাকা সূর্য উঁকি দিয়ে গেল কলকাতার আকাশে। রবীন্দ্র সরোবর থেকে সুমন দে-র ক্যামেরায় ধরা পড়ল এরই কিছু খণ্ডচিত্র, সঙ্গে শীতের মেঘলা দিনে গাছের ডালে বউ কথা কও পাখিও...।