রানিপেঠ: মোবাইল ফোন (Mobile Phone)। কেউ বলেন, বিজ্ঞানের আশীর্বাদ। যেখানে মুঠোবন্দি করে রাখা যায় গোটা দুনিয়াকে। আঙুলের এক ছোঁয়ায় সারা বিশ্বের সব খবর হাতের নাগালে। কেউ কেউ আবার মোবাইল ফোনকে বিজ্ঞানের অভিশাপও বলে থাকেন।


কেন? মোবাইল ফোনের (Mobile Addiction) অতিরিক্ত ব্যবহার ব্যক্তিজীবনে প্রভাব ফেলে। মোবাইল আসক্তি থেকে সম্পর্কের ভাঙন ধরাটাও অত্যাশ্চর্য নয়। বিশেষ করে আধুনিক সময়ে, যখন সব মানুষই ব্যস্ত। সদা দৌড়ে চলেছেন।


মোবাইল ফোন নিয়ে অশান্তি যে কোন পর্যায়ে যেতে পারে, তার সাম্প্রতিকতম উদাহরণ পাওয়া গেল রানিপেঠে। যেখানে দম্পতির মধ্যে মোবাইল ফোন নিয়ে বচসা এমন জায়গায় গেল যে, নিষ্ঠুরতার শিকার হতে হল স্বামীকে। অভিযোগ, স্বামীর গায়ে ফুটন্ত গরম জল ঢেলে হত্যা করেছে স্ত্রী। সেই অপরাধে অভিযুক্ত ওই বধূকে গ্রেফতারও করেছে পুলিশ।


ঘটনাস্থল রানিপেঠের কাছে এক গ্রাম। সেখানেই এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে। কারণ, স্বাভাবিক কোনও মৃত্যু নয়, ওই ব্যক্তিকে তাঁর স্ত্রী হত্যা করেছে বলে অভিযোগ। এবং সেই হত্যা করা হয়েছে অত্যন্ত নৃশংসতার সঙ্গে। ঘুমন্ত অবস্থায় স্বামীর গায়ে ফুটন্ত গরম জল ঢেলে দিয়েছে স্ত্রী, অভিযোগ।


পুলিশি তদন্তে এই হত্যার কারণ হিসাবে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, অভিযুক্ত ওই মহিলার নাম এস অমরাবতী। তার বয়স ৩৯ বছর। তার স্বামীর নাম এস সুরেশ। বছর আটচল্লিশ বয়স।


জানা গিয়েছে, সারাদিন ধরে ফোনে বিভিন্ন পুরুষের সঙ্গে লাগাতার কথা বলতেন অমরাবতী। যা দিনমজুর সুরেশ মেনে নিতে পারেননি। তিনি স্ত্রীকে ধমক দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই স্বামীর কাছে বকুনি খেতে ভাল লাগেনি অমরাবতীর। গোটা ঘটনায় তার মনে স্বামীর ওপর এমনই বিদ্বেষ তৈরি হয় যে, মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে চরম এক হামলার।


সুরেশ স্ত্রীর মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলা নিয়ে ঠায় কথা শোনাতেন বলে অভিযোগ। ১৮ ডিসেম্বর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়াঝাটি হয় বলেও শোনা যাচ্ছে। তারপরই সুরেশ ঘুমনোর সময় তাঁর গায়ে গরম জল ঢেলে দেন অমরাবতী। তাতেই দগ্ধ হয়ে মৃত্যু হয় সুরেশের।


অমরাবতী আপাতত পুলিশের জিম্মায়।


আরও পড়ুন: দল থেকে বাদ পড়ে যাচ্ছিলেন! শুভমনের বদলে সুযোগ পেয়ে সেই নীতীশই গেমচেঞ্জার



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।