নয়াদিল্লি : 'প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অপমান করেছে বর্তমান সরকার।' এমনই অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর বক্তব্য, নির্ধারিত জায়গায় প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করার জন্য কংগ্রেস দলের তরফে সরকারকে অনুরোধ করা হয়েছিল। যেখানে তাঁর স্মৃতিসৌধ তৈরি হবে। কিন্তু, বিজেপি সরকার সেই দাবি অস্বীকার করেছে।


প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কিছুক্ষণ পরেই রাহুল সোশ্যাল মিডিয়ায় লেখেন, "ভারত মাতার মহান সন্তান ও শিখ সম্প্রদায় থেকে প্রথম প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহজির শেষকৃত্য নিগমবোধ ঘাটে সম্পন্ন করে তাঁকে অপমান করল বর্তমান সরকার।"  


নির্ধারিত জায়গায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের শেষকৃত্য করার জন্য কেন্দ্রের কাছে অনুরোধ জানানো হয়েছিল কংগ্রেসের তরফে। যদিও সরকার সিদ্ধান্ত নেয়, তাঁর শেষকৃত্য হবে নিগমবোধ ঘাটে। যে স্থল জনসাধারণের ক্ষেত্রে ব্যবহার হয়। এনিয়ে শুরু হয় জোর বিতর্ক। পরে অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যাখা দিতে গিয়ে বলেন, দিল্লিতে সিংহজির জন্য একটি স্মৃতিসৌধ করা হবে। সেই সিদ্ধান্তের কথা তাঁর পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে।


যদিও রাহুল এক্স হ্যান্ডেলে লেখেন, জনসাধারণ যাতে শ্রদ্ধা-সম্মান জানাতে পারেন তার জন্য প্রথাগতভাবে প্রধানমন্ত্রীদের শেষকৃত্য হয় নির্ধারিত জায়গায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, এক যুগ ধরে উনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর মেয়াদকালে ভারত অর্থনীতিতে সুপারপাওয়ার হয়ে ওঠে। তাঁর নীতিগুলো এখনও দেশের গরিব ও পিছিয়েপড়া মানুষগুলোর ভিত। এখনও পর্যন্ত সব প্রধানমন্ত্রীকে মর্যাদা দিয়ে, তাঁদের শেষকৃত্য নির্ধারিত জায়গায় হয়েছে। যাতে প্রত্যেকে তাঁকে দর্শন করতে পারেন এবং কোনও অসুবিধা ছাড়াই শেষ শ্রদ্ধা জানাতে পারেন। ডঃ মনমোহন সিংহ সর্বোচ্চ সম্মান ও স্মৃতিসৌধের যোগ্য। দেশের এই মহান সন্তান ও তাঁর গর্বিত সম্প্রদায়কে সম্মান জানানো উচিত ছিল সরকারের।