আবির দত্ত ও জয়ন্ত পাল,কলকাতা: সাতসকালে দৃশ্যটা দেখে চমকে উঠেছিলেন এলাকার বাসিন্দারা। নির্মীয়মাণ বহুতলের নীচে পড়ে অজ্ঞাতপরিচয় তরুণীর মৃতদেহ।পাশেই দেওয়ালে রক্তের দাগ।মৃত্যু নিয়ে দানা বেঁধেছে রহস্য।দমদমের পিকে গুহ লেনের ঘটনা।
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, সকালে ২০-২২ বছরের এই তরুণীর মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় পুলিশে।
পুলিশ জানিয়েছে, তরুণীর নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়নি কোনও জিনিস।
মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ।