দেহরাদূন: প্রতারকদের বহু ধরনের ফন্দির কথা তো তো জানা রয়েছ। কিন্তু এবার এক আজব প্রতারনার ঘটনা ঘটল দেহরাদূনে। উল্কাপিণ্ড থেকে বহু কোটি টাকার মালিক দেওয়ার টোপ দিয়ে এক অবসরপ্রাপ্ত জওয়ানের কাছ থেকে ১ কোটি টাকার বেশি হাতিয়ে নিল প্রতারক। জানা গেছে, এই টোপ ঝুলিয়ে তাঁর কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা আদায় করে ধোঁকা দিয়েছে প্রতারক। মেলেনি উল্কাপিণ্ড বা সেটির থেকে অর্থোপার্জনও হয়নি। এখন প্রতারিত পুলিশের দ্বারস্থ হয়েছেন।
উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদূনে এমনই হতবাক করে দেওয়ার মতো প্রতারণার ঘটনা সামনে এসেছে। দেড় কোটি টাকার প্রতারণার শিকার হয়েছেন অবসরপ্রাপ্ত জওয়ান। ২০১৭-তে প্রতারকের সঙ্গে আলাপ হয় অবসরপ্রাপ্ত জওয়ানের। ওই ব্যক্তি তাঁকে বলে যে, তাঁর এক ক্লায়েন্ট জম্মু ও হিমাচলে কাজ করেন। তাঁর কাছে উল্কাপিণ্ড রয়েছে, যার বাজারমূল্য ৫ হাজার কোটি টাকা। এর মালিক সেটি ১০ কোটি টাকায় বিক্রি করে দেবেন। ওই ব্যক্তি বলে যে, ওই বস্তুর বৈজ্ঞানিক পরীক্ষার জন্য ১০ লক্ষ টাকা লাগবে। এই উল্কাপিণ্ড বেচে কোটি কোটি টাকার মালিক হওয়ার প্রলোভন দেখান ওই ব্যক্তি। এর শিকার হয়ে প্রতারিত বিভিন্নভাবে প্রায় দেড় কোটি টাকা দেন। পরে জানতে পারেন, পুরোটাই ধাপ্পা। এরপর পুরো ঘটনা তিনি পুলিশকে জানান।
প্রতারিত জানিয়েছেন, তাঁকে বলা হয়েছিল, ধর্মশালায় পাওয়া ওই উল্কাপিণ্ডের ব্যস প্রায় ১০ ইঞ্চি। লন্ডনের বাজারে এর দাম প্রতি ইঞ্চি ৫০০ কোটি টাকা। উল্কাপিণ্ডের ধোঁকা দিয়ে অভিযুক্তরা তাঁকে ধর্মশালা, দিল্লি, এমনকি কাশ্মীর পর্যন্ত নিয়ে গিয়েছিল। সেইসঙ্গে উল্কাপিণ্ড দেখানো ও পরীক্ষা করার নামে প্রতারণার জাল বিছানো হয়। তাদের কোম্পানির মালিক বলিউডের এক সঙ্গীতশিল্পী ও এক বড় সঙ্গীতকারের নাম করে প্রতারণার জালে অভিযোগকারীকে ফাঁসায় প্রতারক।
বিভিন্ন উপায়ে অভিযোগকারীর কাছ থেকে দেড় কোটি র বেশি টাকা ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে জমা করানো হয়। পুলিশ প্রতারক সহ প্রায় ১২ জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তদন্ত শুরু করে পুরো প্রতারণা চক্রের হদিশ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
দেহরাদূন: উল্কাপিণ্ড কিনে বহু অর্থলাভের টোপ দেখিয়ে দেড় কোটি টাকার প্রতারণা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Aug 2020 09:52 PM (IST)
প্রতারকদের বহু ধরনের ফন্দির কথা তো তো জানা রয়েছ। কিন্তু এবার এক আজব প্রতারনার ঘটনা ঘটল দেহরাদূনে। উল্কাপিণ্ড থেকে বহু কোটি টাকার মালিক দেওয়ার টোপ দিয়ে এক অবসরপ্রাপ্ত জওয়ানের কাছ থেকে ১ কোটি টাকার বেশি হাতিয়ে নিল প্রতারক।
NEXT
PREV
অপরাধ (crime) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -