প্রকাশ সিনহা ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindrabharati University) ৩ অধ্যাপিকাকে (Professor) প্রতারণার অভিযোগ। জামতাড়া (Jamtara) থেকে ২ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। 


কয়েক দিন আগে প্রতারণার শিকার হন রবীন্দ্র ভারতীর তিন অধ্যাপিকা। তাঁদের মধ্যে একজন পুলিশের কাছে অভিযোগ জানান। 


কিন্তু কীভাবে প্রতারণা ? পুলিশ সূত্রে খবর, KYC আপডেটের নামে ব্যাঙ্ককর্মী পরিচয় দিয়ে প্রতারকরা একটি লিঙ্ক পাঠায়। অভিযোগ, ওই লিঙ্কে ক্লিক করা মাত্রই অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয় সব টাকা। 


তদন্তে নেমে লালবাজারে সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা অভিযান চালায় ঝাড়খণ্ডের জামতাড়ায়। পুলিশ সূত্রে দাবি, সেখান থেকেই গ্রেফতার করা হয় কুখ্যাত জামতাড়া গ্যাংয়ের ২ সদস্যকে। ধৃতদের নাম প্রদীপ বাউড়ি ও মিলন দান। অভিযুক্তদের কাছ থেকে ২ লক্ষের বেশি টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। 


আরও পড়ুন ; জামতাড়া গ্যাংয়ের বিরুদ্ধে শহরজুড়ে অভিযান কলকাতা পুলিশের, গ্রেফতার ১৬


পুলিশ সূত্রে খবর, অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ওই টাকা প্রতারকরা নিজেদের ২টি অ্যাকাউন্টে সরিয়ে ফেলে। সেই সূত্র ধরেই পুলিশ গ্রেফতার করল ২ অভিযুক্তকে। 


এর আগে গতবছর সেপ্টেম্বর মাসে জামতাড়া গ্যাংয়ের বিরুদ্ধে কলকাতাজুড়ে গোয়েন্দা পুলিশের তল্লাশি অভিযান চলে। ব্যাঙ্ক প্রতারণা শাখার পুলিশের হাতে গ্রেফতার হয় ১৬ জন। ধৃতদের অধিকাংশই ঝাড়খণ্ডের জামতাড়া, গিরিডি ও ধানবাদের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, কলকাতার আশেপাশের এলাকায় ঘাঁটি গেড়ে এরা অপারেশন চালাত। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় জাল এটিএম কার্ড, মোবাইল ফোন ও ল্যাপটপ। 


ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে দক্ষিণ কলকাতার বাসিন্দা এক ব্যক্তির অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে প্রতারণার অভিযোগ ওঠে। এন্টালির প্রৌঢ় ব্যবসায়ীর ২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে লোপাট হয় লক্ষাধিক টাকা। ব্যাঙ্ক ও লালবাজার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি।