পুণে: নারী নির্যাতনের ফের এক নক্ক্যারজনক ঘটনা। এবার মহারাষ্ট্রের পুণে থেকে নারকীয় অপরাধের ঘটনা সামনে এল। সেখানে বাসের মধ্যে এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। থানা থেকে মাত্র ১০০ মিটার দূরে এই অপরাধ ঘটানো হয়েছে বলে খবর। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও গ্রেফতারি হয়নি। (Pune Woman Assaulted)
পুণের ব্যস্ত এলাকা, Swargate বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে সেখানে বাসের মধ্যে ২৬ বছর বয়সি এক তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ভোর ৫টা বেজে ৪৫ মিনিট থেকে ৬টা থেকে ৩০ মিনিটের মধ্যে অপরাধ ঘটানো হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। (Maharashtra News)
জানা গিয়েছে, পরিচারিকার কাজ করেন ওই তরুণী। এদিন সকালে সাতারা জেলার ফলটনে, গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ওই বাসস্ট্যান্ডে তিনি বাসের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময়ই তাঁর উপর অত্যাচার চালানো হয়। সিসিটিভি ফুটেজ দেখে দত্তাত্রেয় রামদাস নামের একজনকে শনাক্ত করেছে পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি এই ঘটনায়।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বাসস্ট্যান্ডে ওই তরুণীর সঙ্গে কথা বলছে রামদাস। তরুণীর দাবি, রামদাস তাঁকে 'দিদি' বলেই ডাকে প্রথমে। কোথায় যাবেন জাবতে চান। তিনি গন্তব্যস্থান জানালে, বাসে উঠে পড়তে বলেন। বাসের মধ্যে আলো জ্বলছিল না। প্রথমে ইতস্তত করেন নির্যাতিতা। রামদাস তাঁকে জানান, অন্য যাত্রীরা ঘুমাচ্ছেন বলে আলো জ্বালানো হয়নি। এর পর ওই তরুণী বাসে উঠতেই তাঁকে চেপে ধরে রামদাস। দরজা বন্ধ করে দিয়ে তাঁকে ধর্ষণ করে।
এর পর অন্য একটি বাসে ওঠেন ওই তরুণী। সেখানে এক বান্ধবীকে দেখতে পান। সব কথা খুলে বলেন নির্যাতিতা। বান্ধবীর কথাতেই শেষ পর্যন্ত থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। সঙ্গে সঙ্গেই অভিযোগ দায়ের করে পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহের প্রস্তুতি শুরু হয়। পুলিশের তরফে বিশেষ টিম গঠন করা হয়েছে। পুলিশ কুকুর দিয়ে চলছে। ৩৬ বছর বয়সি দত্তাত্রেয় ঘটনার পর থেকেই বেপাত্তা বলে জানা গিয়েছে। আগে থেকে পুলিশের খাতায় নামও রয়েছে তার। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।