নয়াদিল্লি : দেশে অপরাধ প্রবণতা বাড়ছে, না কমছে ? ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (National Crime Records Bureau) তথ্য অনুযায়ী, ২০২২ সালে ভারতে ২৮ হাজার ৫২২টি খুনের ঘটনা ঘটেছে। অর্থাৎ, প্রত্যেকদিন দেশের বিভিন্ন প্রান্তে খুন হয়েছেন ৭৮ জন। ঘণ্টার বিচারে যা দাঁড়ায় তিন জনের বেশি। তবে, ২০২১ সালে এই সংখ্যাটা ছিল ২৯ হাজার ২৭২। সেই হিসাবে কমেছে নিহতের সংখ্যা। ২০২০ সালে যা ছিল ২৯ হাজার ১৯৩। নিম্নমুখী অপরাধপ্রবণতা। "Crime in India-2022" শীর্ষক রিপোর্টে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।


রাজ্যওয়াড়ি রিপোর্ট -


সরকারি এজেন্সির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে খুনের ঘটনায় এফআইআরের সংখ্যা বেশি উত্তরপ্রদেশে। ৩ হাজার ৪৯১টি। এরপরেই রয়েছে যথাক্রমে- বিহার (২,৯৩০), মহারাষ্ট্র (২,২৯৫), মধ্যপ্রদেশ (১,৯৭৮), রাজস্থান (১,৮৩৪) ও পশ্চিমবঙ্গ (১,৬৯৬)।  


ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে হত্যার সংখ্যা কম- সিকিম (৯), মিজোরাম (৩১), গোয়া (৪৪) ও মণিপুরের (৪৭) মতো রাজ্যে। 


কেন্দ্রীয়শাসিত অঞ্চলগুলির মধ্যে, ২০২২ সালে দিল্লিতে খুনের ঘটনা ঘটেছে ৫০৯টি, জম্মু ও কাশ্মীরে (৯৯), পুদুচেরি (৩০), চণ্ডীগড় (১৮), দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ (১৬), আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (৭), লাদাখ (৫) ও লাক্ষাদ্বীপে (শূন্য)।


নিহতদের মধ্যে ৯৫.৪ শতাংশই প্রাপ্তবয়স্ক। খুনের শিকারের মধ্যে ৮ হাজার ১২৫ জন মহিলা। অন্যদিকে, ৭০ শতাংশ পুরুষ।


ভারতে খুনের পেছনে কী মোটিভ বেশি ?


এক্ষেত্রে শীর্ষে রয়েছে 'বিবাদ'। ২০২২ সালে এই কারণে সবথেকে বেশি মানুষ খুন হয়েছেন। ৯ হাজার ৯৬২টি কেস রয়েছে। রাজ্যের ভিত্তিতে এক্ষেত্রে শীর্ষে রয়েছে - মহারাষ্ট্র। সেখানে 'বিবাদ'-জনিত কেসের সংখ্যা ১,১৩০। এর পরেই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু (১০৪৫), বিহার (৯৮০), মধ্যপ্রদেশ (৭২৬) ও উত্তরপ্রদেশ (৭১০)।


'Disputes'-এর পরে রয়েছে ব্যক্তিগত প্রতিহিংসা ও শত্র্ুতা। যা নিয়ে কেস রয়েছে ৩,৭৬১। এক্ষেত্রে বাকি রাজ্যগুলি যথাক্রমে বিহার (৮০৪), মধ্যপ্রদেশ (৩৬৪) ও কর্ণাটক (৩৫৩)।


NCRB-র তথ্য অনুযায়ী, পণ, ডাইনিপ্রথা, শিশু/মানুষের প্রাণ উৎসর্গ, ধর্মীয় কারণ, জাতপাত, রাজনৈতিক কারণ, শ্রেণিগত দ্বন্দ্ব, অনার কিলিং ও প্রণয়জনিত সম্পর্কের কারণেও খুনের ঘটনা দেখা গেছে দেশজুড়ে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে