ইন্দোর: ১৭ দিন কেটে গিয়েছে। এখনও জেলে রয়েছেন কমেডিয়ান মুনাবর ফারুকি। অথচ যে অভিযোগে তিনি জেলে, তা এখনও প্রমাণিত নয়। দেবদেবীদের নিয়ে তিনি আদৌ যে ঠাট্টা করেছিলেন তার প্রমাণ এখনও জোটাতে পারেনি পুলিশ।

মধ্য প্রদেশের ইন্দোরে একটি কমেডি শো-তে দেবদেবীদের নিয়ে ঠাট্টা ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে মুনাবর ফারুকিকে জেলে পোরা হয়। তাঁর জামিনের আবেদনের ওপর শুনানি ২৫ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছে মধ্য প্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ কারণ তুকোজিগঞ্জ পুলিশ আদালতে কেস ডায়রি জমা দিতে পারেনি।

হাইকোর্ট থেকে মাত্র ৫০০ মিটার দূরে তুকোজিগঞ্জ পুলিশ স্টেশন। ফারুকির আইনজীবী অংশুমান শ্রীবাস্তব অভিযোগ করেছেন, ইচ্ছে করে পুলিশ তাঁর মক্কেলের কেস ডায়রি জমা দিচ্ছে না। যে অনুষ্ঠানে ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়েছে বলে অভিযোগ, তাতে তিনি যোগই দেননি। আদালতে জানানো হবে এ কথা।

তুকোজিগঞ্জ থানার এসএইচও কমলেশ শর্মাও স্বীকার করে নিয়েছেন, মুনাবর ফারুকির বিরুদ্ধে তাঁরা এখনও কোনও প্রমাণ পাননি। তবে ইন্দোরের বরিষ্ঠ পুলিশ আধিকারিকদের দাবি, তাঁদের কাছে ঘটনার ভিডিও রয়েছে। যদিও কেস ডায়রি কেন আদালতে এখনও জমা দেওয়া হল না, তার কোনও সদুত্তর তাঁরা দিতে পারেননি। ইন্দোরের পুলিস সুপার বিজয় ক্ষত্রী বলেছেন, ১ জানুয়ারি মুনাবর কোনও দেবদেবীকে নিয়ে ইয়ার্কি করা তো দূরের কথা, তাঁর অনুষ্ঠান শুরু করার আগেই তাঁকে গ্রেফতার করে মধ্য প্রদেশ পুলিশ। এক হিন্দুত্ববাদী গোষ্ঠীর অভিযোগের জেরে তাঁকে গ্রেফতার করা হয়, তিনি জানিয়েছেন। স্থানীয় বিজেপি বিধায়ক মালিনী গৌড়ের ছেলে একলব্য সিংহ গৌড় এ ব্যাপারে অভিযোগ করেন। দাবি করেন, রিহার্সালের সময় মুনাবরকে ওই ধরনের জোক প্র্যাকটিস করতে তিনি শোনেন। তবে ক্ষত্রীর মতে, ঘটনার ভিডিও প্রমাণ না থাকলেও অসুবিধের কিছু নেই।

টুইটারে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন। তাঁদের অভিযোগ, যে জোক মুনাবর করেনইনি, তার শাস্তি ভোগ করছেন তিনি।




মুনাবর সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, দেবদেবী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ইন্দোরে নতুন বছর উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে তিনি আপত্তিকর মন্তব্য করেন। যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন অনুষ্ঠানের আয়োজক ও তাঁর ভাই, ফারুকির এক বন্ধু, অনুষ্ঠানের সঙ্গে যাঁর কোনওরকম সম্পর্ক ছিল না। এঁরা হলেন প্রখর ব্যাস, প্রিয়ম ব্যাস, নলিন যাদব ও ইভেন্ট কোঅর্ডিনেটর এডউইন অ্যান্থনি।