পুণে: অভিজাত আবাসনে ধর্ষণের শিকার হলেন তরুণী। কুরিয়ার দিতে এসে ধর্ষণ করে গেল ডেলিভারি স্টাফ। শুধু তাই নয়, অভিযোগ, অচৈতন্য তরুণীর সঙ্গে সেলফিও তোলে অভিযুক্ত যুবক। সেই ছবির নীচে লিখে রেখে যায়, ‘আমি আবার আসব’। (Pune News)

মুম্বইয়ের পুণের একটি অভিজাত আবাসনে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, কুরিয়ার ডেলিভার করতে এসেছিল অভিযুক্ত যুবক। সেই সময় ফ্ল্যাটে একাই ছিলেন ২২ বছর বয়সি ওই তরুণী। দরজা খুললে যুবক OTP দেখতে চায়। (Pune Assault Case)

দরজার পাল্লা খোলা রেখেই ভিতরে ফোন আনতে যান তরুণী। আর সেই সময়ই ভিতরে ঢুকে পড়ে অভিযুক্ত। তরুণীকে ধর্ষণ করে সে। ধর্ষণের পর তরুণীর মুখের উপর কিছু স্প্রে-ও করে অভিযুক্ত অভিযোগ। এতে ওই তরুণী জ্ঞান হারান। সেই সুযোগে পালিয়ে যায় যুবক। 

শুধু তাই নয়, পালিয়ে যাওয়ার আগে ওই যুবক তরুণীর ফোনও ব্যবহার করে বলে অভিযোগ। অচৈতন্য অবস্থায় নির্যাতিতা যখন পড়েছিল, ক্যামেরা চালু করে সেলফি তোলে। তার নীচে লিখে দেয়, ‘আমি আবার আসব’। 

এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ডেপুটি কমিশনার রাজকুমার শিন্ডে জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ধর্ষণ, নিগ্রহ, অপরাধমূলক ভীতি প্রদর্শনের মামলা দায়ে হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।

ডেপুটি কমিশনার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বুধবার সন্ধে ৭.৩০ নাগাদ ব্যাঙ্কের খাম নিয়ে তরুণীর ফ্ল্যাটে পৌঁছয় অভিযুক্ত। OTP-র জন্য ফোন আনতে ভিতরে গিয়েছিলেন তরুণী। সেই সময় ওই যুবক ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, তরুণীকে ধর্ষণ করে। 

তরুণীকে অচৈতন্য অবস্থাতেই উদ্ধার করা হয়। ফ্ল্যাটে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দলও পৌঁছয়। তরুণীর মুখে কী স্প্রে করা হয়েছিল, তা খতিয়ে দেখা হয়। তরুণীর ফোনে একটি সেলফি পাওয়ার কথা মেনেছেন ডেপুটি কমিশনার। সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে দেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা বেড়ে গিয়েছে। সম্প্রতি পুণেতেই এক কিশোরীকে গণধর্ষণ করা হয়। গত সোমবার পুণে-সোলাপুর হাইওয়েতে একদল পুরুষের হাতে নির্যাতনের শিকার হয় ওই কিশোরী। গাড়িতে চেপে মন্দির দর্শনে পান্ধারপুর যাচ্ছিল ওই কিশোরী।  ভোর ৪টে নাগাদ রাস্তার ধারে চা খেতে নেমেছিলেন সকলে। সেই সময় মোটর সাইকেলে সওয়ার হয়ে একদল সশস্ত্র দুষ্কৃতী সেখানে উপস্থিত হয়। 

জানা গিয়েছে, প্রথমে মহিলাদের কাছ থেকে টাকা-পয়সা, সোনাৃগয়না কেড়ে নেয় দুষ্কৃতীরা। এর পর নাবালিকা ওই কিশোরীকে গাড়ি থেকে টেনে বের করে নিগ্রহ করে। সেই ঘটনায় এক অভিযুক্তের স্কেচ প্রকাশ করেছে পুণে পুলিশ। সাধারণ মানুষের কাছেও সহযোগিতার আবেদন জানানো হয়েছে, যাতে কেউ কোনও খবর পেলে, পুলিশকে জানায়।