জলন্ধর: ঠাকুরমাকে বেশি ভালোবাসে ছেলে। এই ধারণায় ছয় বছরের সন্তানকে ছুরি মেরে খুন করে বাড়ি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক মহিলার। মর্মান্তিুক এই ঘটনা পঞ্জাবের জলন্ধরের শাকোট শহরের। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কুলবিন্দর কউর নামে ওই মহিলা রাগের মাথায় ছয় বছরের সন্তানকে ছুরি দিয়ে কোপাতে শুরু করে। শিশুটির মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ছুরি দিয়ে আঘাত করে ওই মহিলা। এরপর বাড়ি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে কুলবিন্দর।কিন্তু উঁচু থেকে ঝাঁপ দিলেও সামান্য জখম হয় মহিলা।
পুলিশ জানিয়েছে, কুলবিন্দরের স্বামী ইতালিতে থাকেন। কুলবিন্দরের সঙ্গে তার শাশুড়ির সম্পর্ক একেবারেই ভালো নয়। অতি তুচ্ছ কারণে বউমা ও শাশুড়ির ঝগড়া লেগেই থাকত। মর্মান্তিক ওই ঘটনার আগেও তাদের কলহ বেঁধেছিল। পরে রাতে বাড়ির লোকজন অরাশপ্রিত নামে ওই শিশুর আর্ত চিত্কার শুনতে পায়। মহিলার ঘরে ছুটে যান তাঁরা। সেখানে গিয়ে শিশুটিকে গুরুতর জখম অবস্থায় দেখতে পান।
ওই সময় দুই তলা বাড়ি থেকে ঝাঁপ দিয়ে কুলবিন্দর আত্মহত্যার চেষ্টা করে।
শাকোট থানায় ওই মহিলার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।