দেখুন, সাঁতরাগাছি ঝিলে পরিযায়ী পাখির দল
দেরিতে হলেও, অন্যান্য বছরগুলির মতো এবারের শীতেও হাওড়ার সাঁতরাগাছি ঝিলে এসেছে পরিযায়ী পাখির দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাখি দেখার জন্য ছুটির দিনগুলিতে অনেক মানুষ ভিড় জমান সাঁতরাগাছি ঝিলের পাশে।
তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দূষণের কারণে পাখির সংখ্যা সাম্প্রতিক বছরগুলিতে অনেক কমে গিয়েছে।
২০-২৫ বছর আগে সাঁতরাগাছি ঝিলে যত পাখি আসত, এখন সেই তুলনায় অনেক কম পাখি আসে।
সাঁতরাগাছি ঝিলে পরিযায়ী পাখিগুলির মধ্যে লেসার হুইসলিং ডাকের সংখ্যাই বেশি।
পাখিরা যাতে নিরাপদে থাকতে পারে, সে বিষয়ে হাওড়া পুরসভা ও পুলিশের পক্ষ থেকে কিছু উদ্যোগ নেওয়া হলেও, স্থানীয় মানুষের সচেতনতার অভাব স্পষ্ট। ঝিলের পাশের ফ্ল্যাট ও বাড়িগুলির বাসিন্দারা জলেই যাবতীয় আবর্জনা ফেলেন।
অন্যান্য প্রজাতির পাখিও আছে।
ঝিলের বেশিরভাগ অংশই কচুরিপানায় ঢাকা। ফলে পাখিদের জলে সাঁতার কাটার পরিসর খুবই কম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -