প্রকাশ সিনহা ও সুকান্ত মুখোপাধ্যায়, তিলজলা রোড: তিলজলা রোডে (Tiljala Road) নাবালিকাকে অপহরণ করে (Girl Kidnap And Murder) খুনের অভিযোগে গ্রেফতার অশোক কুমার নামে এক ব্যক্তি (Police Arrests In Tiljala Murder Case)। তার আগে অবশ্য গভীর রাত পর্যন্ত পুলিশি গাফিলতির অভিযোগে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশের বাইক-ভাঙচুরেরও অভিযোগ ওঠে। পরে বিক্ষোভকারীদের দিকে লাঠি উঁচিয়ে এগিয়ে আসতে দেখা যায় পুলিশকর্মীদেরও।


কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, সকাল ৮টা থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। বেলা ১২টায় থানায় অভিযোগ দায়ের করে পরিবার, দাবি পুলিশের। তাদের দাবি, সিসিটিভিতে পাশের বাড়িতে ঢুকতে দেখা গিয়েছিল নাবালিকাকে। কিন্তু তা সত্ত্বেও তল্লাশির পরে ওই নাবালিকার খোঁজ পায়নি পুলিশ। কোনও ব্যবস্থা নেয়নি তারা, এমনও অভিযোগ উঠেছে। পরে পাশের বিল্ডিংয়ের ১টি তালাবন্ধ ফ্ল্যাটে স্যুটকেসের ভিতরে গলা কাটা অবস্থায় উদ্ধার হয় দেহ। সিসিটিভিতে পাশের আবাসনে নাবালিকাকে ঢুকতে দেখা গিয়েছিল বলে সূত্রে খবর। অবশেষে পাশের আবাসনের ৩২টি ফ্ল্যাটে তল্লাশি করে পুলিশের। তাতেই আবাসনের তিনতলায় অশোক কুমারের ফ্ল্যাট থেকে নিখোঁজ নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। সূত্রের খবর, মাথায় ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। ফ্ল্যাটের মালিক বিহারের সমস্তিপুরের বাসিন্দা অশোক কুমারকে গ্রেফতার করে পুলিশ।
গোটা ঘটনায় গত সেপ্টেম্বরের বাগুইআটি থেকে দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণ করে খুনের ঘটনার স্মৃতি ফিরে আসছে। 


বাগুইআটির স্মৃতি...
সূত্রের দাবি, প্রায় ২ সপ্তাহ মর্গে ২ কিশোরের দেহ পড়ে থাকলেও, তাদের যে খুন করা হয়েছে তা-ই জানত না পুলিশ। সূত্রের খবর, এক অভিযুক্তকে গ্রেফতারের পরই পুলিশ জানতে পারে, ২ কিশোরকে খুন করা হয়েছে। দুই কিশোরকে খুনের পর বাসন্তী হাইওয়ের ২টি ভিন্ন জায়গায় ফেলে যাওয়া হয় মৃতদেহ।  পরিবারের দাবি, এক কোটি টাকা মুক্তিপণ চেয়ে পাঠানো হয় SMS। পরে জানা যায়, ভাড়াটে খুনিদের দিয়ে খুন করানো হয়েছে বাগুইআটির ২ কিশোরকে। খুনের আগে রাজারহাটে নিয়ে গিয়ে তাদের খাবার খাওয়ানো হয়। খাওয়ানো হয় চা। পুলিশ সূত্রে খবর, ভাড়াটে খুনিদের বলা হয়েছিল, একটা কাজ করতে হবে। তার জন্য দেওয়া হবে টাকা।  পুলিশ সূত্রে খবর, ২২ অগাস্টই রাত ৯টা থেকে ১০টার মধ্যে গাড়িতে খুন করা হয় ২ কিশোরকে। গাড়িতে ২ কিশোর সহ ছিল ৬ জন। তবে ঘটনার পর থেকে ২ ছাত্রেরই মোবাইল ফোন উধাও ছিল। স্থানীয় সূত্রে খবর নাবালিকাকে অপহরণ করে খুনের অভিযোগে ১ জনকে আটক করে পুলিশ। রাতের দিকে বিক্ষোভের মাত্রা এমন জায়গায় পৌঁছয় যে থানার গেট ভেঙে ভিতরে ঢুকতে তোড়জোড় করেন বিক্ষোভকারীরা। ফটক ঝাঁকানোর চেষ্টা শুরু হয়। ভিতরে তৈরি ছিল পুলিশ। এর আগেও, নাবালিকার মৃত্যু ঘিরে তেতে উঠেছিল হুগলির চুঁচুড়া। জানা যায়,  যুবকের সম্পর্ক মেনে নিতে না পারার আক্রোশ থেকেই যুবককে ধারাল অস্ত্র দিয়ে কোপান কিশোরীর মা-বাবা! গত অক্টোবরের ঘটনা। যুবকের মৃতদেহ রাস্তার উপর থেকে উদ্ধার হওয়ার পর থেকেই বেপাত্তা হয়ে গিয়েছিলেন অভিযুক্তরা। 


 


আরও পড়ুন:১০০ দিনের কাজে পাবেন আরও বেশি টাকা, কোন রাজ্য মজুরি দিচ্ছে বেশি ?