কলকাতা: টালিগঞ্জের পরে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার (Arpita Mukherjee) বেলঘরিয়ার (Belgharia) ফ্ল্যাটেও টাকার পাহাড়ের হদিশ মিলল। ইডি (Emforcement Directorate) সূত্রে খবর, তাঁর বেলঘরিয়ার এই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ১৫ কোটিরও বেশি টাকা। পাশাপাশি অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ৩ কেজি সোনা বাজেয়াপ্ত  করা হয়েছে! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার বস্তা বস্তা ৫০০ এবং ২০০০ টাকার নোট, সোনা, রুপোর কয়েন, কিছু জমির দলিল ও গুরুত্বপূর্ণ নথি। 


কিছুদিন আগেই অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২২ কোটি টাকা। এরপর আজ অর্পিতার বেলঘরিয়ায় ২০ কোটির হদিশ মিলল! সন্ধে প্রায় সাড়ে ৭টা থেকে রাত গড়িয়েও টাকা গোনা শেষ করতে পারেনি ইডি! ইডি সূত্রে আরও খবর টাকার পাশাপাশি অর্পিতার ফ্ল্যাট থেকে সোনা, রুপোর কয়েন, জমির দলিল উদ্ধার হয়েছে। প্রায় ২ ঘণ্টা পার, ৪টি কাউন্টিং মেশিনে চলছে টাকা গোনার কাজ। বুধবার সন্ধে নাগাদ রথতলায় অর্পিতার দরজা ভেঙে ক্লাব টাউনের ফ্ল্যাটের ঢোকে ইডি। ক্লাব টাউনের ৫ নম্বর ব্লকের ৮-এ ফ্ল্যাটে কত টাকা? দীর্ঘ সময় ধরে চলে কাউন্টিং। বেলঘরিয়ায় অর্পিতার ২ নম্বর ব্লকের ২-এ ফ্ল্যাট সিল করে দে ইডি।




উদ্ধার হওয়া টাকা


 


টালিগঞ্জের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের পর এবার ED’র নজরে, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরির ফ্ল্যাট, পৈতৃক বাড়ি, ও কসবার অফিস! এদিন কলকাতা ও জেলার ৫ জায়গায় তল্লাশি চালান ED’র অফিসাররা। তল্লাশি চালানো হয়,  অর্পিতা মুখোপাধ্যায়ের রথতলার ক্লাব টাউনের দুটি ফ্ল্যাট বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় অর্পিতার পৈতৃক বাড়ি  এবং কসবার অফিসে। এছাড়াও, বালিগঞ্জ প্লেস ইস্টের একটি বাড়ি ও পাটুলিতেও তল্লাশি চালানো হয়। বুধবার, অর্পিতা মুখোপাধ্যায়ের রথতলার ক্লাব টাউনের ফ্ল্যাটে  আসেন ইডির অধিকারিকরা! এখানে দুটো ফ্ল্যাট রয়েছে অর্পিতার। একটি ব্লক টু অন্যটি ব্লক ফাইভে! সূত্রের খবর, গ্রেফতার হওয়ার দিন তিনেক আগেও, ব্লক ফাইভের ন’তলার এইট-A ফ্ল্যাটে এসেছিলেন অর্পিতা। এদিন, সকাল সাড়ে এগারোটা নাগাদ, এখানে আসেন ED’র অফিসাররা। আবাসনের অন্য বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন ED’র অফিসাররা।


ফ্ল্যাটের লক খোলার জন্য, একজন চাবিওয়ালাকে আনা হয়। কিন্তু, সে লক খুলতে পারেনি! পরে, আবাসনের সেক্রেটারিকে ডাকা হয়। তাঁর উপস্থিতিতে দরজা ভেঙে ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। ঘটনাস্থলে আসেন ED’র এক শীর্ষ আধিকারিকও! এদিন, বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে যান ED’র অফিসাররা! তাঁদের বাড়িতে ঢুকতে বাধা দেন অর্পিতার মা! বাড়িতে ঢোকার সিঁড়ির মুখে বসে পড়েন তিনি! ED’র অফিসারদের কাছে নথি দেখতে চান! প্রায় ৪০ মিনিট পর, ED’র অফিসারদের বাড়িতে ঢুকতে দেন অর্পিতার মা! বেশ কিছু নথি খতিয়ে দেখার পাশাপাশি, বাড়িতে তল্লাশি চালান ED’র অফিসাররা!