পুরুলিয়া:জেলাশাসক, পুলিশ সুপারের সঙ্গে কুড়মিদের বৈঠক নিষ্ফলা। অবরোধ-আন্দোলনে (Kurmi Community Agitation) অনড় কুড়মিরা। মূলত ইতিমধ্য়েই ১০০ ঘণ্টা পার, কুড়মিদের রেল-সড়ক অবরোধ জারি রয়েছে। দাবিপূরণ না হওয়া পর্যন্ত রেল-সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তাঁরা। পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে আদিবাসী কুড়মিদের আন্দোলনে জেরে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেল অবরোধের জেরে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী।


অবরুদ্ধ রেল ও জাতীয় সড়ক


খেমাশুলিতে ৪ দিন ধরে অবরুদ্ধ রেল ও জাতীয় সড়ক। কুস্তাউরেও চলছে লাগাতার রেল অবরোধ। এখনও পর্যন্ত ১৭৯টি ট্রেন বাতিল, একের পর এক ট্রেনের যাত্রাপথ বদল। কুড়মিদের আন্দোলনের জেরে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কও অবরুদ্ধ। কাল থেকে কোটশিলা স্টেশন, পুরুলিয়া-রাঁচি রাজ্য সড়ক অবরোধেরও হুঁশিয়ারি। রেল সূত্রে খবর, শনিবার আদ্রা ও খড়গপুর ডিভিশনে ৭২টি ট্রেন বাতিল করা হয়েছে। 


বাতিল ট্রেনের তালিকায় কী কী ট্রেন ?


হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস 
হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস
পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস
হাওড়া-আমদাবাদ এক্সপ্রেস
উদয়পুর-শালিমার এক্সপ্রেস
পুণে-হাওড়া দুরন্ত এক্সপ্রেস
পুরী-নিউ দিল্লি এক্সপ্রেস
মুম্বই সিএসএমটি-হাওড়া মেল
হাওড়া-মুম্বই সিএসএমটি-গীতাঞ্জলি এক্সপ্রেস
শালিমার-পোরবন্দর এক্সপ্রেস
খড়গপুর-হাতিয়া মেমু এক্সপ্রেস
নিউ দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস
হাওড়া-রাঁচি এক্সপ্রেস
 


সব মিলিয়ে আদ্রা ডিভিশনের আদ্রা-চাণ্ডিল শাখা ও খড়গপুর ডিভিশনের খড়গপুর-টাটানগর শাখায় ৪ দিনে প্রায় আড়াইশো দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। যার জেরে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। 


কী দাবি কুড়মি সম্প্রদায়ের ?


কুড়মি আন্দোলনের ঝাঁঝ ক্রমশ জোরালো হচ্ছে। কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতিভুক্তদের আওতায় আনতে হবে। সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে। কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করতে হবে। এমনই একাধিক দাবিতে রাজ্য়ের পশ্চিমাঞ্চল জুড়ে চলছে  লাগাতার আন্দোলন। সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে জঙ্গলমহলের ৩ জেলায় ফের কোথাও রেল, কোথাও পথ অবরোধে আদিবাসী কুড়মি সমাজ। কুড়মি সম্প্রদায়কে তপশিলি উপজাতিভুক্তদের আওতায় আনতে হবে। সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে। কুড়মালি ভাষাকে অন্তর্ভুক্ত করতে হবে সংবিধানের অষ্টম তফশিলের।


আরও পড়ুন, 'পুলিশ না থাকলে TMC-কে খুঁজে পাওয়া যাবে না', শুভেন্দুর নিশানায় কে এবার ?

দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি


এমনই একাধিক দাবিতে ফের দফায় দফায় শুরু হয়েছে আন্দোলন। পুরুলিয়ার কুস্তাউরে রেল লাইনের ওপর বসে পড়ে অবরোধে সামিল হন কুড়মি সম্প্রদায়ের মানুষজন। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিতপ্রসাদ মাহাতো বলেন, 'আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা পিছু হঠব না। বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেব আন্দোলন।'