পূর্ব মেদিনীপুর: ময়নার সভা থেকে ফের নো ভোট টু মমতা স্লোগান শুভেন্দুর (Suvendu Adhikari)। এদিন রাজ্যের বিরোধী দলনেতা আক্রমণ শানিয়ে বলেন, 'মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) হারিয়েছি। কিন্তু একটা কাজ একার দ্বারা হবে না। রাজ্যজুড়ে লুঠ চলছে, জঙ্গলরাজ কায়েম হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে হবে।' এরপরেই হুঁশিয়ারি দিয়ে বলেন,'পুলিশ না থাকলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না, বাকচার খাল পেরিয়ে পালাতে হবে।'


বিরোধী দলনেতা এদিন ভোট পরবর্তী হিংসার ইস্যু ছুঁয়ে বলেন, '২০২১ থেকে একের পর এক মামলা হয়েছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘরছাড়া বহু বিজেপি পরিবার অন্যত্র বাস করছে। এই জন্যই কি ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে মানুষ ভোট দিয়েছিল?' এদিন প্রশ্ন তোলেন শুভেন্দু। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই চন্দ্রকোনা থেকে শুরু করে বর্ধমানে কৃষকদের সঙ্গে মিছিলের পর সভা করে বারংবাং একটাই বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তা হল 'নো ভোট টু মমতা।' কখনও টি-শার্টে  'নো ভোট টু মমতা' লিখে, কখনও শুধুই মুখে বলে আক্রমণ করছেন তিনি। সামনে পঞ্চায়েত ভোট। যদিও এদিকে তৃণূলের পাখির চোখ দিল্লি। যখন 'নো ভোট টু মমতা' বলে কখনও এনআরসি, কখনও সাগরদিঘি, কখনও কৃষি ইস্যু, আবার নিয়োগ দুর্নীতি ইস্যু নিয়ে তোপ দেগে তিনি ওই স্লোগান দিচ্ছেন। আর তখনই এদিন অন্যদিকে আলিপুরদুয়ারে ঝড় তুললেন অভিষেকও।


বর্ধমানের সভায় তিনি গতকাল ফের বলেন, নো ভোট টু মমতা। তাড়াতেই হবে।' এরপর কিছুটা থেমে তিনি বলেন, আমাকে নরেন্দ্র মোদি একটা দায়িত্ব দিয়েছিল। আমি জয়েন করার পরেই, মমতাকে নন্দীগ্রামে হারাতে হবে, তিনি আমায় বলেছিলেন। এরপরেই সভার দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, পেরেছি না পারিনি ? এরপরেই ফের বলেন, বাকি একটা কাজ আছে, আমার একার দ্বারা হবে না। আপনাদের সাহায্য লাগবে। সেটা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে। রাজি তো এরপরেই তিনি আওয়াজ তুলে বলেন, 'চোর চোর চোর, চোর ধরো।'


আরও পড়ুন, কেন রিষড়ায় দফায় দফায় অশান্তি ? রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি


প্রসঙ্গত, সম্প্রতি চন্দ্রকোণার সভায় গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তৃণমূলনেত্রীর বিরুদ্ধে নিশানা করেছিলেন। বলেছিলেন 'সাফ করতে হবে তৃণমূলকে, মমতাকে একটাও ভোট নয়।' আর এদিন তার পরনে টি-শার্টে এদিন লেখা ছিল, 'নো ভোট টু মমতা।' ফের বিতর্ক উসকে লাইমলাইটে আসে তার টি-শার্ট। আরও বলেছিলেন, ' যতদিন পর্যন্ত মমতাকে না উৎখাত করতে পারছি, ততদিন এই গেঞ্জি পরে যাব সব জায়গায়।' তারপর নতুন স্লোগান যুক্ত করেছিলেন, 'নো ভোট টু মমতা'। তবে এই স্লোগানে তিনি কতটা বিরোধীদের জড়ো করতে পারবেন, তা কিন্তু যথেষ্ট সন্দেহের। সিপিএম-কংগ্রেস জানিয়ে দিয়েছে, তারা নেই বিজেপির সঙ্গে।