পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক, সন্দীপ সরকার, কলকাতা: ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও দু’জনের। পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ পুরসভা। এই অভিযোগে, পথে নামল বিজেপি (BJP) ও কংগ্রেস (Congress)। চেতলায় মেয়রের বাড়ির সামনে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল হয়ে উঠল পরিস্থিতি। শীতে কমে যাবে ডেঙ্গির প্রকোপ। আশাবাদী মুখ্যমন্ত্রী। 


ডেঙ্গি ঘিরে ধুন্ধুমার


কলকাতায় দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গি পরিস্থিতি। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও ২ জনের। এই নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯২। ডেঙ্গির এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সোমবার কলকাতার পথে নামল বিজেপি ও কংগ্রেস। বিক্ষোভের জেরে উত্তাল হল উত্তর থেকে দক্ষিণ। চেতলায় মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির সামনের রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা। ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হলে, বিক্ষোভকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় পুলিশের!


এরপর কার্যত ঠেলতে ঠেলতে, চ্যাংদোলা করে বিজেপির নেতা-কর্মীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। এক বিজেপি কর্মীর কথায়, 'একটা স্বাধীন রাজ্যে আমরা একটা সুন্দরভাবে পরিকল্পিতভাবে শান্তিপূর্ণভাবে পদযাত্রা করছি। সেখানে বলা হচ্ছে আপনারা রুট চেঞ্জ করেছেন।'


ডেঙ্গি মোকাবিলায় প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে, এদিন নিউ আলিপুর থেকে মিছিল শুরু করে বিজেপির যুব মোর্চা। দক্ষিণের পাশাপাশি উত্তরেও পথে নামে বিজেপির যুব মোর্চা। পাইকপাড়া থেকে মিছিল করে গিয়ে, ১ নম্বর বরোর অফিস সামনে বিক্ষোভ দেখায় তারা। 


ডেঙ্গি প্রতিরোধে কলকাতা পুরসভার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে পথে নামে কংগ্রেসও। তাদেরও গন্তব্য ছিল মেয়র ফিরহাদ হাকিমের চেতলার বাড়ি। খাট-মশারি নিয়ে লেক মার্কেটের সামনে থেকে শুরু হয় কংগ্রেসের মিছিল। কিন্তু রাসবিহারী মোড়ে সেই মিছিল আটকে দেয় পুলিশ। 


প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'বাংলা জুড়ে ডেঙ্গি মহামারি আকার নিয়েছে, বাংলার সরকার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। দিদির মাথাব্যথা নেই।'


মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য, 'বিরোধীরা আন্দোলন করুক, কিন্তু ডেঙ্গি তো শুধু এখানে হচ্ছে না। গোটা বিশ্বে মহামারীর আকার নিয়েছে। উত্তরপ্রদেশের অসভ্যতা সহ্য করা হয় না, বুলডোজার চলে। এখানে গণতন্ত্র আছে।'


এই রাজনৈতিক তরজার মধ্যেই ভয়াবহ ডেঙ্গি ফের প্রাণ কাড়ল আরও দুই সহ নাগরিকের। মৃত হালিমা বিবির বয়স ৬০ ও আমিনা খাতুনের বয়স ৩৯। দু’জনেই রাজারহাটের বাসিন্দা। বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁদের।


আরও পড়ুন: Birbhum Blast: ফের রক্তাক্ত বীরভূম, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি, উড়ল হাত-পা


ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য


এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'পুজোর পর ডেঙ্গি বেড়েছে। শীতে আর থাকবে না। এখন কম আছে। ২১ তারিখ একটা বৈঠক করব, ডেঙ্গি নিয়ে আলোচনা হবে।' গত কয়েক দিনে ধাপে ধাপে নামছে তাপমাত্রার পারদ। এবার কি সত্যিই থামবে মৃত্যুমিছিল?