কলকাতা: ২৫ ডিসেম্বরের রাতে পানশালায় 'তাণ্ডব', ২ বাংলাদেশি গ্রেফতার। মত্ত অবস্থায় তাণ্ডব, কর্মীর সঙ্গে ক্রেতাকেও মারধরের অভিযোগ ওঠে। ফ্রি স্কুল স্ট্রিটের পানশালায় 'তাণ্ডব', বাংলাদেশের বাসিন্দা বাবা-ছেলে গ্রেফতার। গ্রেফতারির খবর জানানো হচ্ছে বাংলাদেশ হাইকমিশনকে, খবর পুলিশ সূত্রে। 


বড়দিনের আগে কলকাতার কাছে ফের শ্যুটআউট! হাইল্যান্ড পার্কের পানশালায় বচসার জল গড়াল শ্যুটআউটে। বাইকে ওঠার সময় যুবককে গাড়িতে তুলে নিয়ে গিয়ে কামালগাজিতে গুলি করার অভিযোগ। পুকুরে ঝাঁপ দিয়ে কোনওক্রমে প্রাণে রক্ষা। নাইট কিং নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।


বড়দিনের আগের রাতে খাস কলকাতার কাছেই চলল গুলি! পানশালার ঝামেলা গড়াল শ্যুটআউটে! হাইল্যান্ড পার্কে বচসা। সেখান থেকে ফিল্মি কায়দায় এক যুবককে গাড়িতে তুলে নিয়ে গিয়ে কামালগাজিতে খুনের চেষ্টার অভিযোগ উঠল।  পানা পুকুরে লাফ দিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচলেন আক্রান্ত!


বড়দিনের আগের রাতে, শনিবার তিলোত্তমা যখন উৎসবে মেতে, মারাত্মক এই ঘটনা ঘটে গেল কলকাতার হাইল্যান্ড পার্কের কাছে! গুরুতর জখম গড়িয়া স্টেশন এলাকার আদর্শনগরের বাসিন্দা, আক্রান্ত পিন্টু বাগ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 


আক্রান্ত পিন্টু বাগের দাবি, শনিবার রাতে এক বন্ধু ও দুই বান্ধবীকে নিয়ে হাইল্যান্ড পার্কের একটি পানশালায় যান তিনি। অভিযোগ, সেখানে বসা নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে তাঁর বচসা বাধে। আক্রান্ত যুবকের দাবি, এরপর সেই পানশালা থেকে বেরিয়ে আসেন। 


পানশালা থেকে বেরিয়ে আসার পরই ঘটে যায় হাড়হিম করা ঘটনা। অভিযোগ, গাড়ির মধ্যে  বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা ছাড়াও, তাঁকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি তাঁর বা হাতে লাগে। আক্রান্তের দাবি, ভয়ে পাশের একটি পানা পুকুরে ঝাপ দেন যুবক!অভিযোগ, কেড়ে নেওয়া হয় তাঁর মোবাইল, মানিব্যাগ।


ইতিমধ্যে একটি সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের। সেখানে ২৫ ডিসেম্বর ভোর ৪টে ২২ মিনিটে আহত যুবককে দেখা যাচ্ছে গড়িয়া স্টেশনের সামনের ট্যাক্সিস্ট্যান্ডে। যুবকের দাবি, সেখান থেকে ট্যাক্সি ভাড়া নিয়ে ফেরেন তিনি। ট্যাক্সিচালকের মোবাইল থেকে ফোন করে পরিবারের সদস্যদের গোটা ঘটনার কথা জানান। বড়দিনের প্রাক্কালে গোটা শহর জুড়েই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল কলকাতা পুলিশ। 



কিন্তু তারমধ্যেও এই ঘটনা ঘটল কী করে? আক্রান্ত যুবক এলাকায় মাটি ব্যবসার সঙ্গে যুক্ত। তাহলে কি সিন্ডিকেট বিবাদের জেরেই এই শ্যুটাউট? না কি স্রেফ পানশালায় বসা নিয়ে বিবাদ? নেপথ্যে পুরনো শত্রুতা নেই তো? তদন্তে নেমে এই ঘটনায়,সাবির মণ্ডল ওরফে নাইট কিং নামে এক  দুষ্কৃতীকে গ্রেফতার করেছে সার্ভে পার্ক থানার পুলিশ। ঘটনার পর থেকে বেপাত্তা মূল অভিযুক্ত ছোটা বাবু। সে সহ বাকি অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।