West Bengal Budget 2023 : 'মন্ত্রীকে দিয়ে স্লিপ পাঠিয়ে ডিএ ঘোষণা করিয়েছেন মুখ্যমন্ত্রী' দাবি শুভেন্দুর
2023-24 West Bengal budget Live : পঞ্চায়েতের আগে কী চমক? কোন খাতে বাড়তি কত? আম জনতার মিলবে সুরাহা? অপেক্ষায় সাধারণ মানুষ
বাজেট নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা যা বললেন -
- 'এই বাজেটে রাজ্যের আর্থিক দেউলিয়াপনা ফুটে উঠেছে'
- 'বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে বাজেটে দিশা নেই'
- 'মানুষের দৈনন্দিন চাহিদা পূরণের ব্যবস্থা নেই বাজেটে'
- '৩০ মিনিটে তৈরি বাজেট, কাঁচা কাজ হয়েছে'
DA-বৃদ্ধিতে বিধানসভায় আবীর খেলতে দেখা যায় সরকারি কর্মীদের একাংশকে।
৩ শতাংশ DA-বৃদ্ধিতে অখুশি আন্দোলনকারী সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরা। প্রতিবাদে এদিন মিছিল করলেন তাঁরা।
রাজ্য বাজেটে রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য আরও ৩ শতাংশ হারে DA-র প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মার্চ থেকেই বর্ধিত DA পাবেন তাঁরা। কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় ৩৫ শতাংশ।
ডিএ বৃদ্ধিতে খুশি নন আন্দোলনকারীরা। চলবে ধর্না অবস্থান, জানালেন আন্দোলনকারীরা।
'রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্তদের জন্য ৩ শতাংশ ডিএ বৃদ্ধি '
রাস্তা তৈরি ও রক্ষণাবেক্ষণে রাস্তাশ্রী প্রকল্পে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ'
- '১৮ থেকে ৪৫ বছর বয়সীদের আর্থিক সহায়তার জন্য ঋণপ্রকল্প'
- 'এই খাতে ৩৫০ কোটি টাকা বরাদ্দ'
- রাজ্যে ১.৮৮ কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হবে
- ৬০ বছর অতিক্রম করলে এঁরা বার্ধক্য ভাতা পাবে
পঞ্চায়েত ভোটের আগে আজ বিধানসভায় পেশ হচ্ছে রাজ্য বাজেট। 'স্বনির্ভর গোষ্ঠীকে দেয়া ঋণের পরিমাণ প্রায় ২৫ শতাংশ বেড়েছে' বললেন অর্থমন্ত্রী।
'স্বনির্ভর গোষ্ঠীকে ঋণদান, গ্রামীণ আবাস প্রকল্পে আমরা দেশের মধ্যে শীর্ষে'
- 'শস্যবিমা চালু করায় কৃষি উৎপাদনে বৃদ্ধি'
- 'ডাল-তৈলবীজ উৎপাদনে ব্যবহৃত জমির পরিমাণ বেড়েছে'
- 'খাদ্যসাথী হিসেবে ৯ কোটির বেশি মানুষকে যুক্ত করা হয়েছে'
- 'স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেওয়ার ক্ষেত্রে দেশে পশ্চিমবঙ্গ প্রথমস্থানে'
- 'স্বনির্ভর গোষ্ঠীকে দেয়া ঋণের পরিমাণ প্রায় ২৫ শতাংশ বেড়েছে'
'স্ট্যাম্প ডিউটি আগেই কমানো হয়েছে, ফলে ৪৪ লক্ষের বেশি ছোট ফ্ল্যাট মালিক উপকৃত হয়েছেন' বললেন অর্থমন্ত্রী ।
এক নজরে রাজ্য বাজেট
- '৩ লক্ষ ৭১ হাজার দুয়ারে সরকারের শিবির আয়োজিত হয়েছে'
- 'এতে ৯ কোটির বেশি মানুষ উপকৃত হয়েছেন'
- ' বাংলায় আর্থিক বৃদ্ধি ৮.৪১ শতাংশ হবে বলে আশা'
- 'স্বনির্ভর গোষ্ঠীকে ঋণদান, গ্রামীণ আবাস প্রকল্পে আমরা দেশের মধ্যে শীর্ষে'
ডিএ নিয়ে আন্দোলন ক্রমশই জোরদার হচ্ছে। ডিএ না পেলে নির্বাচনের কাজে যাবেন না, বলে দিয়েছেন আন্দোলনকারীরা। মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গিয়ে এ কথা জানিয়েওছেন তাঁরা। এই বিষয়টি নিয়ে রাজ্য সরকার কোনও পদক্ষেপ করে কি না, সে বিষয়ে নজর থাকবে।
তপসিয়ায় চামড়ার কারখানায় আগুন, আতঙ্ক। দ্রুত বার করা হল লাগোয়া স্কুলের পড়ুয়াদের। চেতলায় আগুন, ভস্মীভূত ৪টি ঝুপড়ি। খিদিরপুরে পরিত্যক্ত গুদামে আগুন।
কয়েক বছরে রাজ্য সরকার নানাবিধ প্রকল্প চালু করেছে। এর মধ্যে লক্ষ্মীর ভান্ডার, কৃষকবন্ধু , যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী অন্যতম। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বারবার বিভিন্ন সভায় কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মানুষের উৎসাহও নজরে পড়েছে প্রকল্প ঘিরে। তাই এবার প্রকল্পে মাসিক আর্থিক সাহায্য বাড়তে পারে বলে আশা সাধারণের ।
কিছুদিন আগেই জমি-বাড়ি কেনায় জম সাধারণকে উৎসাহ দিতে স্ট্যাম্প ডিটিতে ছাড় দিয়েছিল রাজ্য সরকার। সেই মেয়াদ যদি বাড়ানো হয় তাহলে নতুন ফ্ল্যাট কেনার বা মাতায় ওপর ছাদ গড়ার বিষয়ে আরও কিছুটা আশ্বস্ত হতে পারবে জনসাধারণ।
দুপুর ২টোয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার আগে বেলা সাড়ে ১২টায় তথ্য কমিশনার নির্বাচন নিয়ে বিধানসভায় গুরুত্বপূর্ণ বৈঠক । বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী, পরিষদীয় মন্ত্রী ও বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠানো হয় সেই মোতাবেক । যোগ দিচ্ছেন না বৈঠকে, ট্যুইট করে জানালেন শুভেন্দু
পঞ্চায়েতের আগে কী চমক? কোন খাতে বাড়তি কত? আম জনতার মিলবে সুরাহা? অপেক্ষায় সাধারণ মানুষ
প্রেক্ষাপট
কলকাতা : পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll ) আগে আজ বিধানসভায় পেশ হবে রাজ্য বাজেট ( West Bengal Budget 2023 । দুপুর ২টোয় বিধানসভায় ( West Bengal Assembly) বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ( Chandrima Bhattacharya )। আজকের পেশ হওয়া বাজেট প্রস্তাব থেকেই আগামী এক বছরের উন্নয়নের অভিমুখ ঠিক করবেন রাজ্যের অর্থমন্ত্রী। গ্রামবাংলার ভোটের আগে কী চমক থাকবে বাজেটে? কোন খাতে কত বরাদ্দ? আম জনতার কি কোনও সুরাহা হবে?
বাড়ি-গাড়ির রেজিস্ট্রেশনে মিলবে কোনও বাড়তি সুবিধা? উত্তর জানতে অপেক্ষায় সাধারণ মানুষ। পুরনো উন্নয়নমূলক প্রকল্পগুলিকে চালিয়ে যাওয়ার পাশাপশি, রাজ্য বাজেটে নতুন কোনও প্রকল্পের ঘোষণা হয় কিনা, তার দিকেই নজর রয়েছে সবার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -