TMC 21 July Rally Live : রাষ্ট্রপতিকে চিঠি, উপ রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা জগদীপ ধনখড়ের

Shahid Diwas Live: একুশের মঞ্চ থেকে ভাষা আন্দোলন শুরুর ডাক মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। ২৭ জুলাই থেকে শুরু। জব্দ হবে, স্তব্ধ হবে, এটাই স্লোগান, ঘোষণা মমতার।

ABP Ananda Last Updated: 21 Jul 2025 11:23 PM

প্রেক্ষাপট

কলকাতা : ২৬-এর নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী বনাম বাঙালি হেনস্থার অভিযোগ। সোমবার তৃণমূলের সমাবেশে উপস্থিত অসম সরকারের NRC নোটিস পাওয়া দিনহাটার বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসী। দিন...More

Jagdeep Dhankhar Live Updates: রাষ্ট্রপতিকে চিঠি, উপ রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা জগদীপ ধনখড়ের

উপ রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড় (Vice President Jagdeep Dhankhar resigns from his Post)। রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুকে দেওয়া চিঠিতে তিনি "স্বাস্থ্যকে অগ্রাধিকার" দেওয়ার কথা জানিয়েছেন। রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে তিনি এই মুহূর্ত থেকেই তাঁর পদত্যাগ কার্যকর করার কথা জানিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, "স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে এবং চিকিৎসা পরামর্শ মেনে চলার জন্য, আমি সংবিধানের ৬৭(এ) অনুচ্ছেদ অনুসারে ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছি। এখন থেকেই তা কার্যকর।"