রণজিৎ সাউ, দক্ষিণ ২৪ পরগনা: বেআইনি অস্ত্র-সহ (illegal arms) তিন জনকে গ্রেফতার করল বারুইপুর (Baruipur) থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃতরা কুখ্যাত ছিনতাইবাজ। গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয় বলে খবর।
কী জানা গেল?
গত কাল অর্থাৎ সোমবার রাতে, বেগমপুর কাঁটাখাল বিশালাক্ষীতলা এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছিল। গোপন সূত্রে সেই খবর পায় বারুইপুর থানার পুলিশ। তার পরই তিন জনকে গ্রেফতার করা হয়। যদিও রাতের অন্ধকারের সুযোগে বেশ কয়েকজন সেখান থেকে পালিয়ে গিয়েছে বলে খবর। ধৃত ৩ জনের নাম রবি চট্টোপাধ্যায়, শ্রীদাম নস্কর এবং জাহাঙ্গির লস্কর। তাদের কাছ থেকে একটি সেভেন এম এম পিস্তল ও দুটি ওয়ান শটার উদ্ধার হয়েছে বলে খবর। এ ছাড়াও ৭, ৭.৬ বোর ও ২টি .৭ এমএম বোরের তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। মিলেছে একটি ভোজালি ও একটি চপারও। এতেই শেষ নয়। ধৃতদের জেরা করে বারুইপুরের বলরামপুরে তপসিয়ার ব্যবসায়ীর শেখ নাসিরউদ্দিনের থেকে ছিনতাই হওয়া ৬০ হাজার টাকার মধ্যে ৩৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। গত ২৭ জুলাই ওই টাকা ছিনতাই হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে ৩৯৯, ৪০২ ও অস্ত্র আইনের ২৫/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ তাদের বারুইপুর মহকুমা আদালতে তোলার কথা।
মালদায় অস্ত্র উদ্ধার...
পঞ্চায়েত ভোটের (panchayat election) আবহে জেলায় জেলায় অস্ত্র উদ্ধারের বহু ঘটনা নজরে আসে। যেমন গত জুলাই মাসের গোড়ায় মালদা থেকে অস্ত্র উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে, মালদার রতুয়ার জাননগর গ্রামে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ। পাকড়াও করে অস্ত্র কারবারি সন্দেহে দু'জনকে গ্রেফতাও করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৪টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং ২৫ রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের একজন রতুয়া ও আরেকজন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বাসিন্দা। মালদা থেকে এর আগেও অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছিল। এই জেলায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে, পঞ্চায়েত ভোটের সময় এলাকায় আর কত বেআইনি অস্ত্র মজুত রয়েছে তা নিয়ে উদ্বেগে সাধারণ ভোটাররা। যখন মালদা থেকে অস্ত্র উদ্ধার হয়, তখনই পাশের জেলা মুর্শিদাবাদ থেকেও অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে। পাশের জেলা মুর্শিদাবাদে রানিনগরের নবির মোড় থেকে উদ্ধার হয় বেআইনি অস্ত্র। ওই এলাকায় আচমকা হানা দিয়েছিল পুলিশ। পুলিশি তল্লাশিতে উদ্ধার হয় একটি দেশি পিস্তল এবং দুই রাউন্ড গুলি। ওই অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয় রাহুল শেখ নামে সাগরপাড়ার এক বাসিন্দাকে।
আরও পড়ুন:মঙ্গলে সোনা কিনে ঘরে বেঁধে রাখুন সৌভাগ্য, আজ বাংলায় সোনার দাম কত ?